বাংলা হান্ট ডেস্কঃ দীপাবলির আগে দেশবাসীর জন্য বড় উপহার দিল কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশ্বাস মতোই নবরাত্রির প্রথম দিন, ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হতে চলেছে নতুন জিএসটি (GST) হার। অর্থাৎ উৎসবের মরশুমেই একাধিক পণ্যের দামে সুরাহা পাবেন সাধারণ মানুষ।
জীবন বীমা ও স্বাস্থ্য বীমা থেকে পুরোপুরি তুলে নেওয়া হল জিএসটি (GST)
অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, মূলত মধ্যবিত্তের স্বার্থেই এই পরিবর্তন আনা হয়েছে। স্বাস্থ্য বিমা ও জীবন বিমা থেকে পুরোপুরি তুলে নেওয়া হয়েছে জিএসটি (GST)। পাশাপাশি ৩৩টি জীবনদায়ী ওষুধেও থাকছে না কোনও কর। খাদ্যপণ্যের মধ্যে রুটি, দুধ, পনিরে জিএসটি শূন্য করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুমান, নতুন কাঠামোয় প্রায় ১৭৫টি পণ্যের দাম কমবে।
খাবার ও নিত্যপ্রয়োজনীয় জিনিসও মুক্ত জিএসটির (GST) আওতা থেকে
শুধু স্বাস্থ্য বীমা বা কিছু জীবনদায়ী ওষুধ নয়, তেল, ঘি, মাখন, চিজ, নুডলস, চানাচুর, বিস্কুট, সস ইত্যাদি পণ্যের ওপরেও কমছে জিএসটির (GST) হার। সূত্রের খবর এই সকল পণ্যের উপর জিএসটি ১৮ ও ১২ শতাংশ থেকে কমে দাঁড়াচ্ছে ৫ শতাংশে। ফলে উল্লেখযোগ্যভাবে দাম কমবে এই পণ্যের। সাবান, শ্যাম্পু, ব্রাশ, শেভিং ক্রিম, সেলাই মেশিন, ট্র্যাক্টর, কীটনাশক-সহ কৃষিক্ষেত্রে ব্যবহৃত বহু জিনিসেও জিএসটি নামানো হয়েছে ৫ শতাংশে। চিকিৎসাক্ষেত্রে ব্যবহৃত থার্মোমিটার, অক্সিজেন, টেস্ট কিট, গ্লুকোমিটার, চশমার ক্ষেত্রেও একই হার কার্যকর হবে বলে জানান হয়েছে।
এছাড়াও মধ্যবিত্তের সুবিধার্থে এয়ারকন্ডিশনার, টিভি, ডিশ ওয়াশার, মনিটর, তিন চাকার গাড়ি, ১৫০০ সিসির কম গাড়ি, মোটরবাইক প্রভৃতিতে জিএসটি (GST) কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে। পড়ুয়াদের জন্য খাতা, পেনসিল, রবার, ম্যাপে কর পুরোপুরি মকুব করা হয়েছে। তবে কোল্ডড্রিঙ্কস, পানমশলা, গুটখা, সিগারেট, বড় গাড়ি, ৩৫০ সিসির বেশি বাইক, ব্যক্তিগত ব্যবহারের প্লেন, হেলিকপ্টার, ইয়টে ৪০ শতাংশ জিএসটি ধার্য করা হয়েছে।
আরও পড়ুনঃ কালীঘাটের কাকুকে ঘিরে হাই কোর্টে নতুন বিতর্ক, জামিন আটকাতে মরিয়া সিবিআই
উৎসবের মরশুমে এই সিদ্ধান্তে মধ্যবিত্ত পরিবার থেকে শুরু করে কৃষক ও পড়ুয়ারাও স্বস্তি পাবেন বলে মনে করছে কেন্দ্র। তবে বিলাসপণ্যে কর বাড়ায় সচ্ছল শ্রেণির জীবনধারায় প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। ফলে সামগ্রিকভাবে বলা যায়, এবারের জিএসটি (GST) সংস্কার উৎসবের আগে মধ্যবিত্তকে কিছুটা স্বস্তি দিলেও আভিজাত্যপণ্যের ক্ষেত্রে খরচ বাড়বে।