বাংলাহান্ট ডেস্ক : ইলিশের (Hilsa Fish) ভরা মরশুম চললেও এখনও চড়া দামের অভিযোগ করছেন অনেক ক্রেতারা। আবহাওয়ার খামখেয়ালিপনার কারণে এ বছর একটানা মাছের জোগান দিতে পারেননি মৎস্যজীবীরা। তবুও যত মাছ উঠেছে তাতে পুজোর আগে বাজারে দাম বাজারে দাম করতে পারে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রে অবশ্য চিত্রটা একটু অন্যরকম ছিল। কিছুদিন আগেও জানা গিয়েছিল, কলকাতার তুলনায় বাংলাদেশের বাজার গুলিতে ইলিশের (Hilsa Fish) দাম আরও চড়া।
বিরাট আকারের ইলিশ (Hilsa Fish) ধরা পড়ল জালে
মাছ যে উঠছে না, এমন নয়। তবুও এ বছর ওপার বাংলায় ইলিশের (Hilsa Fish) দাম আকাশছোঁয়া বলে জানা গিয়েছে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলি থেকে। তবে এবার যা দাম উঠল ইলিশের (Hilsa Fish), তা কার্যত চোখ কপালে তুলে দেওয়ার মতোই। গত শনিবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার মোহনায় ধরা পড়ে আড়াই কেজি ওজনের এক বিশাল ইলিশ (Hilsa Fish)। পদ্মা এবং যমুনার মোহনায় মাছটি ধরা পড়ে বলে বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর।
কত দামে বিক্রি হল মাছ: ওই মৎস্যজীবী মাছটি বিক্রি করার জন্য এনেছিলেন দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায়। সেখানেই চড়া দামে বিক্রি হয়ে যায় ‘রাজা ইলিশ’টি (Hilsa Fish)। এক মৎস্য ব্যবসায়ী ৫ হাজার টাকা কেজি দরে ১৩ হাজার ৭৫০ টাকায় (ভারতীয় মুদ্রায় ৯৮৫১ টাকা) কিনে নেন মাছটি। তারপর আরও বেশি দামে বিক্রি হয় সেই ইলিশ।
আরও পড়ুন : বাথরুমে নয়, ‘বিশেষ’ সুটকেসে মলত্যাগ করেন পুতিন! এমন বিদঘুটে স্বভাব কেন রুশ প্রেসিডেন্টের?
চড়া দাম বড় ইলিশের: ওই মৎস্য ব্যবসায়ী জানান, একজন অস্ট্রেলিয়ান প্রবাসী আগে থেকেই তাঁর কাছে বড় ইলিশের (Hilsa Fish) অর্ডার দিয়ে রেখেছিলেন। তাই এই মাছটি দেখে আর দেরি করেননি তিনি। আড়তের ওই ব্যবসায়ী জানান, সাড়ে ৫ হাজার টাকা কেজি দরে ১৩ হাজার ৭৫০ টাকা দিয়ে মাছটি কেনেন তিনি। তারপর ওই অস্ট্রেলিয়ার প্রবাসীকে ৫ হাজার ৮০০ টাকা কেজি দরে সাড়ে ১৪ হাজার টাকায় (ভারতীয় মুদ্রায় ১০,০২৯ টাকা) বিক্রি করেন মাছটি।
আরও পড়ুন : এক ঘন্টার পথ পেরোনো যাবে ১০ মিনিটে, মেট্রোর নতুন রুটে কী কী সুবিধা পাবেন নিত্যযাত্রীরা?
মৎস্য ব্যবসায়ী জানান, যিনি মাছটি কিনেছেন তিনি অস্ট্রেলিয়ায় থাকলেও তাঁর পৈতৃক বাড়ি ময়মনসিংহে। সেখানেই কুরিয়ার করা হয়েছে মাছটি। ইলিশ বিশেষজ্ঞরা জানান, এত বড় আকারের মাছ সাধারণত গভীর সমুদ্রে থাকে। তবে এখন পদ্মা নদীতেও মিলছে এমন মাছ। তাই যারা পদ্মায় মাছ ধরতে যান তাদের জালে উঠছে বড় আকারের ইলিশ।