নির্বাচনের আগে হিন্দু ভোট এক করতে হিন্দুত্ববাদী সংগঠনের বড় নেতাকে দলে নিল বিজেপি

   

বাংলা হান্ট ডেস্কঃ আজ বিজেপির (Bharatiya Janata Party) কার্যালয়ে গিয়ে হিন্দু সংগঠনের বড় মাপের নেতা দেবদত্ত মাঝি (Debdutta Majhi) যোগ দিলেন গেরুয়া শিবিরে। একদা হিন্দু সংহতির সাথে যুক্ত ছিলেন তিনি। হিন্দু সংহতির প্রতিষ্ঠাতা তপন ঘোষের (Tapan Ghosh) ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন তিনি। এরপর তপন ঘোষ হিন্দু সংহতি থেকে অবসর নেন। তখন সিংহ বাহিনী নামে একটি হিন্দু সংগঠন খোলেন দেবদত্ত মাঝি। এতদিন ধরে তিনি সেই সংগঠনের সাথেই যুক্ত ছিলেন। এবার রাজ্যের বিধানসভা ভোটের আগে হিন্দু ভোট এক করতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) হাত ধরে বিজেপিতে যোগ দিলেন তিনি।

135856122 1338929576467193 2991126648277511391 n

 

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর