ফের লাফিয়ে এগোলো গল্প, বদলে গেল নায়িকা! ১০০০ পর্বের মুখে এসে “বিরাট” পরিবর্তন জলসার মেগায়

বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে মেগা সিরিয়ালের (Serial) সংজ্ঞাটাই বদলে গিয়েছে। কয়েক মাস চলতে না চলতেই বন্ধ হচ্ছে ধারাবাহিক। টিআরপির অভাবে অধিকাংশ সিরিয়ালই মাঝপথে বন্ধ হয়ে যাচ্ছে। দর্শক ধরে রাখতে ফের নতুন সিরিয়াল (Serial) নিয়ে আসছে চ্যানেল। ভাঙাগড়ার খেলা অব্যাহত রয়েছে টেলিপাড়ায়।

টিআরপির জেরে বন্ধ হচ্ছে সিরিয়াল (Serial)

প্রায় প্রতিটি চ্যানেলেই এই মুহূর্তে কোনো না কোনো সিরিয়াল (Serial) শুরু হতে চলেছে বা শেষ হতে চলেছে। পুরনো ধারাবাহিকগুলি সরিয়ে সেই জায়গাতেই নিয়ে আসা হয় নতুন ধারাবাহিক (Serial)। টিআরপিতে সামান্য অদলবদল হলেই কোপ পড়ে সিরিয়ালের উপরে। এই মুহূর্তে স্টার জলসা চ্যানেলেই বন্ধ হতে চলেছে একটি সিরিয়াল (Serial)।

Big leap came again in this serial

বন্ধ হচ্ছে জলসার মেগা: বেশ কয়েক সপ্তাহ ধরে একটানা খারাপ ফল করার পর বন্ধ হয়ে যাচ্ছে ‘উড়ান’। প্রতিপক্ষের কাছে লাগাতার টিআরপিতে হারতে দেখা গিয়েছে সিরিয়ালটিকে (Serial)। তাই এবার এই সিরিয়ালটিও বন্ধ হতে চলেছে বলে খবর। উল্লেখ্য, আগামী ১০ ই মার্চ থেকে রাত আটটার স্লটে সম্প্রচারিত হবে নতুন সিরিয়াল (Serial) ‘পরশুরাম আজকের নায়ক’। তবে উড়ান এর জন্য নতুন স্লট এখনো দেওয়া হয়নি।

আরো পড়ুন : উভয় সঙ্কট, স্লট বদলেও নতুন মেগার কোপে “অকালপতন” হবে জি বাংলার সিরিয়ালের!

ফের এল চমক: তবে টিআরপি কমলে বা পুরনো হলেই যে সিরিয়াল (Serial) বন্ধ হয় এমনটা কিন্তু নয়। আসলে স্টার জলসাতেই এই মুহূর্তে একটি সিরিয়াল চলছে যা টিআরপি তলানিতে থাকা সত্ত্বেও দিব্যি নতুন নতুন টুইস্ট এনে চলেছে। কথা হচ্ছে ‘অনুরাগের ছোঁয়া’র ব্যাপারে। বেশ কিছুদিন আগে গল্প এগিয়ে গিয়েছিল এই সিরিয়ালে (Serial)। সোনা রূপাকে বড় হয়ে যেতে দেখা গিয়েছিল। তবে সম্প্রতি শোনা গিয়েছিল আবারো আসতে পারে লিপ। যদিও এও শোনা গিয়েছিল, ৬.৫ এর বেশি টিআরপি না থাকলে তা আনা হবে না। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল ৪ এরও কম টিআরপি নিয়ে এল লিপ।

আরো পড়ুন : জোড়া ভিলেনেই লুকিয়ে “বিপদ”! TRP নামতেই এবার “তোলপাড়” করা পর্ব আনছে ‘কথা’

হ্যাঁ আবারো গল্প এগিয়ে গিয়েছে অনুরাগের ছোঁয়াতে। নতুন প্রোমোতে দেখা গিয়েছে, প্রৌঢ় হয়ে গিয়েছে সূর্য দীপা। বড় হয়ে গিয়েছে সোনা রূপা। নাড়ির টানে রূপার সঙ্গে আবারো দেখা হবে কিনা দীপার সেটাই উঠে আসবে এই নতুন মোড়ে। উল্লেখ্য, খুব শীঘ্রই ১০০০ পর্ব ছোঁবে এই সিরিয়াল। তখন ধারাবাহিকটি শেষ হবে, নাকি ফের নতুন মোড় নিয়ে গল্প এগোবে তা বলবে সময়।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর