“মঙ্গলে অমঙ্গল”, ট্রাম্প আসতেই হাহাকার ভারতের শেয়ার বাজারে! একদিনেই ক্ষতি ৫ লক্ষ কোটি

বাংলাহান্ট ডেস্ক : মার্কিন রাজনীতির ক্ষমতা বদলের সূত্রপাতেই মাথায় হাত পড়ল ভারতীয়দের। মঙ্গলে ধস নামল শেয়ার বাজারে (Share Market)। এক ধাক্কায় নেমে গেল সেনসেক্স নিফটি। এক দিনে কয়েক কোটি টাকার ক্ষতি হল শেয়ার বাজারে (Share Market)। ট্রাম্প ২.০ এর শুরুতেই বিরাট বিপর্যয়ের মুখে পড়লেন বিনিয়োগকারীরা।

শেয়ার বাজারে (Share Market) বিরাট পতন

ট্রাম্প আসতেই মঙ্গলে অমঙ্গলের ছায়া নেমে এল শেয়ার বাজারে (Share Market)। বাজার খুলতেই হুড়মুড়িয়ে পড়ল বিএসই সেনসেক্স এবং এনএসই নিফটি। ৮৮৪ পয়েন্ট পড়ে সেনসেক্স গিয়ে ঠেকে ৭৬,২২৪.৭৯ পয়েন্টে। নিফটি ২১৭ পয়েন্ট নেমে পৌঁছায় ২৩,১২৭.৭০ তে।

Big loss in indian share market as trump rule starts in us

কোন শেয়ার পড়ল সর্বাধিক: রিপোর্ট অনুযায়ী, সবথেকে বেশি পতন হয়েছে মিডক্যাপ এবং স্মলক্যাপ সংস্থাগুলি। এর মধ্যে ডিক্সন টেকনো, কল্যাণ জুয়েলার্স, জোম্যাটোর শেয়ারে ব্যাপক পতন হয়েছে। তবে লাভের মুখ দেখেছে হিন্দুস্তান পেট্রোলিয়াম, ভারত পেট্রোলিয়াম, অ্যাপোলো হাসপাতালের শেয়ার। কিন্তু শেয়ার বাজারে (Share Market) এমন বিরাট পতনের কারণ কী?

আরো পড়ুন : বিয়ের আগেই বিরাট ফাঁড়া! দুর্ঘটনায় চুরমার সুকান্তর গাড়ি, কেমন আছেন অনন্যার হবু বর?

এমন ধসের কারণ কী: বিশেষজ্ঞদের মতে, বিগত কয়েক মাস ধরে আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের লাগাতার মূল্যবৃদ্ধির শেয়ার বাজারে (Share Market) ধস নামার অন্যতম কারণ। এ ছাড়া মার্কিন ডলারের তুলনায় পড়েছে টাকার দাম। উপরন্তু ডোনাল্ড ট্রাম্প আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন একাধিক দেশের উপরে বসানো হতে পারে অতিরিক্ত শুল্ক, যার মধ্যে ভারত অন্যতম। সঙ্গে H1B ভিসা নীতি নিয়ে বিতর্ক তো রয়েছেই।

আরো পড়ুন : স্লটহারা দুই সিরিয়াল, ‘চিরসখা’কে জায়গা দিতে কোপ পড়বে কার ঘাড়ে?

শুধু আন্তর্জাতিক পরিস্থিতিই, দেশের অভ্যন্তরীণ ক্ষেত্রেও টালমাটাল পরিস্থিতি চলছে। বছরের শুরুতেই বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করতে শুরু করেছেন। পাশাপাশি ২০২৪-২৫ অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার কমতে পারে বলেও দাবি করা হয়েছে একাধিক সমীক্ষায়। সবকিছুর মিলিত প্রভাবেই শেয়ার বাজারে বিপর্যয় নেমে এসেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর