HDFC ব্যাঙ্কের গ্রাহকদের জন্য বড় খবর! ১ জুলাই থেকে আসছে বিরাট পরিবর্তন, না জানলেই পড়বেন বিপদে

বাংলাহান্ট ডেস্ক : ভারতের ব্যাঙ্কিং সিস্টেম দুইভাগে বিভক্ত। একদিকে সরকারি ব্যাঙ্ক অন্যদিকে বেসরকারি। দেশের অধিকাংশ মধ্যবিত্তর এখনো পর্যন্ত টাকা সঞ্চয়ের জন্য বড় ভরসা সরকারি ব্যাঙ্ক। কিন্তু ভারতের ব্যাঙ্কিং বাজারে বেসরকারি ব্যাঙ্কগুলোও নিজেদের জমি তৈরি করার চেষ্টা চালাচ্ছে। এই বেসরকারি ব্যাঙ্কগুলির মধ্যে অন্যতম বৃহত্তম একটি ব্যাঙ্ক হল এইচডিএফসি।

বহু মানুষ এই ব্যাঙ্কে নিজেদের টাকা সঞ্চিত রাখেন। এছাড়াও ভারতের ক্রেডিট কার্ড বাজারে সব থেকে বেশি জায়গা দখল করে রয়েছে এই ব্যাঙ্ক। বহু বেসরকারি ক্ষেত্রে কর্মরত কর্মচারীদের স্যালারি অ্যাকাউন্টও এইচডিএফসি ব্যাঙ্কে। আগামী পয়লা জুলাই থেকে বড় পরিবর্তন আসতে চলেছে এই ব্যাঙ্কে। আপনার যদি এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই এই পরিবর্তন সম্পর্কে আগাম জানতে হবে।

ব্যাপারটি হল সংযুক্তিকরণ হতে চলেছে এইচডিএফসি ব্যাঙ্ক এবং এইচডিএফসি লিমিটেডের। গতকাল অর্থাৎ মঙ্গলবার ঘোষণা করা হয় এই সংযুক্তিকরণের। এইচডিএফসি গ্রুপের চেয়ারম্যান দীপক পারেখ জানিয়েছেন, দুই সংস্থার সংযুক্তিকরণ কার্যকর হবে আগামী ১লা জুলাই ২০২৩ থেকে। আগামী ৩০ শে জুন বাজার বন্ধ হওয়ার পর একটি বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

সংযুক্তিকরণের কাজ সম্পন্ন করা হবে এই সভাতেই।সংযুক্তিকরণ সম্পন্ন হওয়ার পর এইচডিএফসি এর স্টক ডিলিস্টিং হবে আগামী ১৩ ই জুলাই। ওই দিনই স্টক এক্সচেঞ্জ থেকে বাতিল করা হবে হাউজিং ফাইন্যান্স ফার্মের শেয়ার। দুই সংস্থার সংযুক্তিকরণ এর ফলে আগামী ১৩ই জুলাই থেকে বন্ধ করে দেওয়া হবে HDFC লিমিটেড শেয়ারের যাবতীয় কার্যকলাপ।

hdfc bank getty

ভারতের ইতিহাসের সব থেকে বড় সংযুক্তিকরণ হতে চলেছে এই প্রক্রিয়া। এই সংযুক্তিকরণের ফলে বিশ্বের পঞ্চম মূল্যবান ব্যাঙ্ক হিসেবে উঠে আসতে চলেছে এইচডিএফসি ব্যাঙ্ক লিমিটেড। গত এপ্রিল মাসে মূলধনের নিরিখে বিশ্বের ১১তম বৃহত্তম ব্যাঙ্ক ছিল এইচডিএফসি। এই সংযুক্তিকরণের ফলে এইচডিএফসি ব্যাঙ্কের মূলধন বেড়ে দাঁড়াবে ১৬৮ মিলিয়ন ডলারে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর