বাংলা হান্ট ডেস্ক: HDFC ব্যাঙ্কের (HDFC Bank) গ্রাহকদের জন্য এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এমতাবস্থায়, আপনিও যদি ওই ব্যাঙ্কের গ্রাহক হয়ে থাকেন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। মূলত, HDFC ব্যাঙ্ক তার বিশেষ Imperia প্রোগ্রামের জন্য নতুন নিয়ম ঘোষণা করেছে। যেটি আগামী ১ অক্টোবর, ২০২৫ থেকে কার্যকর হতে চলেছে।এই নিয়মাবলি অনুসরণ করে, Imperia-র গ্রাহক হওয়ার শর্তগুলি আরও কঠোর হয়ে উঠবে।
HDFC ব্যাঙ্কের (HDFC Bank) গ্রাহকদের জন্য বড় খবর:
ইতিমধ্যেই ওই ব্যাঙ্ক স্পষ্টভাবে জানিয়েছে যে, এই নতুন নিয়ম সেই সমস্ত গ্রাহকদের জন্যও প্রযোজ্য হবে যাঁরা ৩০ জুন ২০২৫ তারিখে বা তার আগে Imperia প্রোগ্রামের অংশ হয়েছেন। উল্লেখ্য যে, Imperiaহল HDFC ব্যাঙ্কের (HDFC Bank) অন্যতম প্রধান প্রিমিয়াম অফার।
Imperia-র জন্য কত ব্যালেন্স প্রয়োজন: জানিয়ে রাখি যে, HDFC ব্যাঙ্কের (HDFC Bank) Imperia-তে যোগদান বা সামিল থাকার জন্য Total Relationship Value (TRV)-র একটি নতুন মান নির্ধারণ করেছে। এখন Imperia-র
গ্রাহক হতে হলে, গ্রাহক এবং গ্রাহকদের পরিবারের অ্যাকাউন্টে কমপক্ষে ১ কোটি টাকার TRV থাকতে হবে। যদি কেউ ১ জুলাই, ২০২৫-এর পরে Imperia-র স্ট্যাটাস নিয়ে থাকেন অথবা তাঁর স্ট্যাটাস আপগ্রেড বা ডাউনগ্রেড করা হয়ে থাকে সেক্ষেত্রে এই নতুন নিয়মগুলিও তাঁদের জন্য প্রযোজ্য। উল্লেখ্য যে, TRV বলতে বোঝায় গ্রাহকের ব্যাঙ্কের সঙ্গে সামগ্রিক আর্থিক সম্পর্ক কতটা শক্তিশালী। এতে কেবল সেভিংস অ্যাকাউন্টই অন্তর্ভুক্ত নয়, বরং আরও অনেক কিছু যোগ করা হয়।
আরও পড়ুন: ট্রাম্পের অতিরিক্ত শুল্কের আবহেই চিনে জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন মোদী! সামনে এল দিনক্ষণ
Imperia-র গ্রাহকরা কী কী সুবিধা পান: জানিয়ে রাখি যে, Imperia প্রোগ্রামে নথিভুক্ত গ্রাহকদের HDFC ব্যাঙ্ক (HDFC Bank) কোনও চার্জ ছাড়াই বিভিন্ন প্রিমিয়াম সুবিধা প্রদান করে। যেমন যেকোনও ব্রাঞ্চ থেকে টাকা স্থানান্তর, চেক বন্ধ করার নির্দেশ দেওয়া, ডুপ্লিকেট স্টেটমেন্ট বা পুরাতন রেকর্ড পাওয়া, ইন্টারেস্ট বা ব্যালেন্স সার্টিফিকেট পাওয়া, সিগনেচার অ্যাটেস্টেশন এবং অ্যাড্রেস কনফার্মেশনের মত সুবিধাও মেলে।
আরও পড়ুন: “পহেলগাঁও হামলা ভুলিনি”, ভারত-পাক ম্যাচের প্রচার করায় নেটিজেনদের তীব্র নিন্দার সম্মুখীন শেহবাগ
পুরনো নিয়ম এখনও বৈধ: উল্লেখ্য যে, TRV নিয়মের পাশাপাশি, HDFC ব্যাঙ্ক (HDFC Bank) আরও জানিয়েছে যে, আগের কিছুও লাগু হওয়া শর্তও গ্রাহকদের জন্য বৈধ থাকবে। অর্থাৎ, যদি কোনও গ্রাহক TRV শর্ত পূরণ না করেন, কিন্তু আপনার কারেন্ট অ্যাকাউন্টে গড়ে ত্রৈমাসিক ব্যালেন্স ১৫ লক্ষ টাকা থাকে অথবা আপনার সেভিংস অ্যাকাউন্টে গড় মাসিক ব্যালেন্স ১০ লক্ষ টাকা থাকে, সেক্ষেত্রেও তিনি Imperia চালিয়ে যেতে পারেন। এছাড়াও, কোনও গ্রাহক যদি সেভিংস, কারেন্ট এবং ফিক্স ডিপোজিট মিলিয়ে গড় মাসিক ব্যালেন্স ৩০ লক্ষ টাকা বজায় রাখেন অথবা তাঁর যদি HDFC কর্পোরেট স্যালারি অ্যাকাউন্ট থাকে এবং প্রতি মাসে ৩ লক্ষ টাকা বা তার বেশি বেতন পান সেক্ষেত্রেও তিনি Imperia-তে থাকতে পারবেন।