BCCI-র মোক্ষম চাল, চরম সুখবর KKR-র জন্য! প্লে-অফে আর রইল না বাধা

বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরে IPL (Indian Premier League)-এর প্লে-অফের পর্ব শুরু হতে আর বেশি বাকি নেই। তবে, তার আগেই বড় পদক্ষেপ গ্রহণ করা হল BCCI (Board of Control for Cricket in India)-র তরফে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, BCCI এবার ECB (England and Wales Cricket Board)-র সঙ্গে হাত মিলিয়ে IPL-এর একাধিক ফ্র্যাঞ্চাইজির চিন্তা কমাতে চলেছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, কয়েকদিন আগেই আসন্ন T20 বিশ্বকাপের (ICC Men’s T20 World Cup) কথা মাথায় রেখে দল ঘোষণা করা হয়েছে ইংল্যান্ডের তরফে।

এমতাবস্থায়, ইংল্যান্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল যে IPL-এর প্লে-অফের আগেই দলের সুযোগ পাওয়া ক্রিকেটারদের দলের সাথে যুক্ত হতে হবে। আর এহেন সিদ্ধান্তের পরেই চাপে পড়ে গিয়েছিল KKR থেকে শুরু করে রাজস্থানের মতো দল। কারণ, চলতি মরশুমের IPL-এ খেলা ফিল সল্ট থেকে শুরু করে জোস বাটলারের মতো খেলোয়াড়রা T20 বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের জাতীয় দলের সুযোগ পেয়েছেন। এদিকে, তাঁরা IPL-এও দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করছেন।

Big news for KKR as BCCI takes important steps.

তাই সামগ্রিক পরিস্থিতির বিচারে এখন যদি এই তারকা খেলোয়াড়দের ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দেয় সেক্ষেত্রে দলগুলি যে বড়সড় চাপের সম্মুখীন হবে তা আর বলার অপেক্ষা রাখে না। তাই, সবদিক বিচার করে BCCI ইংল্যান্ড বোর্ডের সঙ্গে আলোচনায় বসতে পারে বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে সূত্রের খবর অনুযায়ী, IPL-এর প্লে-অফে সুযোগ পাওয়া দলগুলিতে ইংল্যান্ডের যে ক্রিকেটাররা খেলছেন তাঁদের জন্য ইংল্যান্ড ক্রিকেট বোর্ড নিয়ম শিথিল করতে পারে। অর্থাৎ, প্লে-অফে খেলার সুযোগ পাওয়া ইংল্যান্ডের খেলোয়াড়দের আপাতত জাতীয় দলের সঙ্গে যোগ দিতে হবে না বলেই খবর মিলছে।

আরও পড়ুন: পর্যটকদের জন্য দুর্দান্ত পদক্ষেপ! এবার সস্তায় ঘুরে আসুন ভুটান, সরকার দিচ্ছে বিশেষ সুবিধা

পাশাপাশি, BCCI-এর একটি সূত্র জানিয়েছে, “টুর্নামেন্টের এই গুরুত্বপূর্ণ পর্যায়ে ফ্র্যাঞ্চাইজিগুলির তরফে খেলোয়াড়দের ছেড়ে দেওয়ার মানসিকতা একদমই থাকেনা। কারণ, এই পরিকল্পনাকে মাথায় রেখেই খেলোয়াড়দের দলে নেওয়া হয়। তাই, এই সমস্যা সমাধানের জন্য আলোচনা চলছে BCCI এবং ECB-র মধ্যে। আর তাতেই গলতে পারে বরফ।” পাশাপাশি, এটাও অনুমান করা হচ্ছে যে, ECB নিলামের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল তারা সেটা বজায় রেখেই খেলোয়াড়দের এইভাবে অ্যাডহক প্রত্যাহার করবে না।

আরও পড়ুন: ভোটের আগেই পুঞ্চে বিমান বাহিনীর কনভয়ে সন্ত্রাসবাদী হামলা! আহত একাধিক সেনা, চলছে তল্লাশি অভিযান

পাকিস্তানের সাথে খেলবে ইংল্যান্ড: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, T20 বিশ্বকাপের আগে পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ডের ৪ টি ম্যাচের T20 সিরিজ সম্পন্ন হবে। যেগুলি অনুষ্ঠিত হবে ২২ মে থেকে ৩০ মে পর্যন্ত। এদিকে, নির্ধারিত সূচি অনুযায়ী IPL-এর প্লে-অফ সম্পন্ন হবে ২১ মে থেকে ২৪ মে পর্যন্ত। উল্লেখ্য যে, গত বছরের ১৯ ডিসেম্বর IPL-এর নিলামের আগেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে এই টুর্নামেন্টের পুরো সময়কালের জন্য তাদের খেলোয়াড় উপলব্ধ থাকার বিষয়টি নিশ্চিত করা হয়।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর