LIC-র গ্রাহকদের জন্য বড় খবর! এবার বদলাবে এই নিয়ম, বিজ্ঞপ্তি জারি করবে অর্থমন্ত্রক

বাংলা হান্ট ডেস্ক: নতুন বছরে বড়সড় পরিবর্তন আনতে চলেছে দেশের সবচেয়ে বড় বিমা সংস্থা LIC (Life Insurance Corporation of India)। জানা গিয়েছে, ইতিমধ্যেই এই সংক্রান্ত সংশোধনী বিল পাশ করেছে সংস্থাটি। এমতাবস্থায়, কম্পোজিট লাইসেন্স ক্লজের বিবেচনা করা হচ্ছে। সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, LIC-র এই পরিবর্তন আবেদনকারীদের একটি বড় সুবিধা দেবে। প্রসঙ্গত উল্লেখ্য যে, LIC এবার বিমা সম্পর্কিত নিয়ম পরিবর্তন করারও প্রস্তুতি নিচ্ছে।

একাধিক ক্যাটাগরির জন্য আবেদন করা যাবে: জানিয়ে রাখি, প্রস্তাবিত বিলে একটি বিধান রয়েছে যে, কোনো আবেদনকারী যেকোনো ক্যাটাগরির ইন্স্যুরেন্স বিজনেসকে এক বা একাধিক ক্যাটাগরির জন্য রেজিস্ট্রেশন করতে পারেন বা আবেদনও জানাতে পারেন।

কম্পোজিট লাইসেন্সের সুবিধা কি: প্রসঙ্গত উল্লেখ্য যে, কোনো সংস্থার যদি একটি কম্পোজিট লাইসেন্স থাকে, সেক্ষেত্রে একই সংস্থার মাধ্যমে সাধারণ এবং স্বাস্থ্য বিমা উভয় পরিষেবাই অফার করা যায়। এর জন্য তাদের আলাদা আলাদা ইন্স্যুরেন্স করতে হবে না।

পুনরায় বিমার ওপর নিষেধাজ্ঞা রয়েছে: সংস্থার মতে, LIC-র বিমা সংশোধনী বিল পাস হওয়ার ক্ষেত্রে, কম্পোজিট লাইসেন্স এবং বিমা সম্পর্কিত অন্যান্য সমস্ত বিষয় জীবন বিমা কর্পোরেশন আইন, ১৯৫৬-এর কথা মাথায় রেখে বিবেচনা করা হবে। একই সময়ে, পুনরায় বিমাযুক্ত কোম্পানিগুলিকে অন্য কোনো শ্রেণির বিমা ব্যবসার জন্য রেজিস্ট্রেশন করা থেকে বাধা দেওয়া হয়।

পেশ করা হতে পারে বাজেটে: এমতাবস্থায়, মনে করা হচ্ছে ১৯৩৮ সালের ইন্স্যুরেন্স অ্যাক্ট এবং ১৯৯৯ সালের ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথোরিটি অ্যাক্টের সংশোধন করতে, এই বিলটি চলতি বছরের বাজেটে পেশ করা হতে পারে। মূলত, বর্তমানে বিমা আইনে বড় ধরণের পরিবর্তন আনার পরিকল্পনা করছে অর্থ মন্ত্রক।

lic policy 1575445432

পলিসি হোল্ডাররা ভালো রিটার্ন পাবেন: অর্থ মন্ত্রক পলিসি হোল্ডারদের সুবিধার্থে এবং তাঁদের স্বার্থের কথা মাথায় রেখে বিমা আইনে বড় আকারের পরিবর্তন করার পরিকল্পনা করছে। এর মাধ্যমে পলিসি হোল্ডারদের ভালো রিটার্ন পাওয়ার পাশাপাশি বাজারে নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে। যা অর্থনৈতিক ক্ষেত্রেও বৃদ্ধি ঘটাবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর