বড়দিনের বড় খবর, তৈরি হচ্ছে শূন্যপদ! চওড়া হল রাজ্য সরকারি কর্মচারীদের পদোন্নতির রাস্তা

বাংলা হান্ট ডেস্ক : বড়দিনের (Christmas) বড় সুখবর সচিবালয়ের কর্মীদের জন্য। খবর আসছে যে, বেশ কয়েকটি অতিরিক্ত পদ তৈরি করা হয়েছে সেখানে। বিষয়টি নিয়ে রাজ্য সরকারের (Government Of West Bengal) তরফে বিজ্ঞপ্তিও সামনে এসেছে। সেখানে ফলাও করে এই নিয়ে প্রচারও করা হয়েছে। এদিকে লেটেস্ট বিজ্ঞপ্তিতে আশার আলো দেখছেন সরকারি কর্মীদের একাংশ।

মোট কয়টি নতুন পদ তৈরি হয়েছে : বিজ্ঞপ্তিতে জানানো হচ্ছে যে, OSD এবং বাকি পদ মিলিয়ে মোট 92টি পদ তৈরি করেছে সরকার। তালিকায় রয়েছে সহ সচিব পদ 38টি, উপ সচিব পদ 36টি, যুগ্ম সচিব এবং অতিরিক্ত সচিব পদে শূন্যপদের সংখ্যা 10টি।

নিয়োগ পদ্ধতি : শূন্যপদ তৈরি হওয়ার পর থেকে বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে এই পদগুলো কিভাবে পূরণ হবে। আপনাদের জানিয়ে দিই যে। রাজ্য সরকারি কর্মীদের মধ্যে যাঁরা সেক্রেটারিয়েট সার্ভিসে কাজ করছেন তাদের পদোন্নতি করা হবে এবং এর মাধ্যমেই শূন্যপদগুলি পূরণ করা হবে।

আরও পড়ুন : ‘মমতাই আসল সান্তা, সারাবছর উপহার বিলি করেন’, বড়দিনের আগে বড় দাবি ফিরহাদের

প্রসঙ্গত জানিয়ে দিই যে, সেক্রেটারিয়েট সার্ভিসের ক্ষেত্রে এই প্রথম শূন্যপদের ঘোষণা করা হয়েছে। এর আগে যুগ্ম সচিব হিসেবে পদের সংখ্যা ছিল ২০, কিন্তু এবার তা বাড়িয়ে ৩০ করা হয়েছে। একাধিক শূন্যপদ তৈরি হওয়ার ফলে সেক্রেটারিয়েটে কর্মরত কর্মচারীদের পদোন্নতির সুবিধা বাড়ল।

আরও পড়ুন : উষ্ণ বড়দিনে কুয়াশার মোড়া শহর, বর্ষবরণের আগেই দক্ষিণবঙ্গে শুরু হবে বৃষ্টির তাণ্ডব? IMD রিপোর্ট

বড়দিনে অবশ্য রাজ্য সরকারের কর্মীদের সুখবর মিলেছে আগেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে, রাজ্য সরকারি কর্মীদের চার শতাংশ DA বৃদ্ধি করা হচ্ছে। কিছুটা খুশি হলেও কর্মীদের দাবি যে, কেন্দ্রীয় হারে DA না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে। আগামী দিনে পুরোপুরি DA না পাওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলেও জানিয়েছেন কর্মীরা।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর