বাংলা হান্ট ডেস্কঃ অবশেষে স্বস্তি পেলেন মুকুল রায়। PAC চেয়ারম্যান পদে ওনার নামের কোনও আপত্তি নেই জানিয়ে দিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিগত কয়েকদিন ধরেই শুভেন্দু অধিকারী মুকুল রায়কে পিএসি চেয়ারম্যানের পদ থেকে মনোনয়ন বাতিল করানোর জন্য উঠেপড়ে লেগেছিলেন। তবে শুভেন্দু অধিকারীর সেই আসা পূরণ হল না। বিধানসভার অধ্যক্ষ বিমানবাবু বিজেপির সমস্ত অভিযোগ খারিজ করে মুকুল রায় সহ ২০ জনের নামের তালিকা প্রকাশ করলেন।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, ‘যে কেউ মনোনয়ন জমা দিতে পারেন। আর মুকুল রায় এই পদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন, তিনি তো বিজেপি নেতা। অসুবিধা কোথায়? কালিম্পং থেকে বিনয় তামাংদের দল তাঁকে যেমন সমর্থক জানিয়েছে, আমরাও তাঁকে সমর্থন করব। তবে এবিষয়ে স্পিকার সম্পূর্ণ সিদ্ধান্ত নেবেন। তবে ভোটাভুটি হলে, আমরাই জিতব’।
প্রসঙ্গত, পিএসি চেয়ারম্যান হিসেবে বিজেপির পক্ষ থেকে অশোক লাহিড়ীর (Ashok Lahiri) নাম প্রস্তাব করা হয়েছে। তবে শাসক দল সেই পদে মুকুল রায়কে বসানোরই তোরজোড় শুরু করে দিয়েছে। অন্যদিকে আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘আগের বিরোধী বাম-কংগ্রেসের সঙ্গে বিজেপিকে গুলিয়ে ফেললে বড় ভুল করবে রাজ্য সরকার’।
শুভেন্দু অধিকারী বুধবার হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন যে, মুকুল রায় আগে তো বিধায়ক পদটা বাঁচাক, পিএসি তো দূরের কথা। তবে শুভেন্দু অধিকারীর সেই হুঁশিয়ারি কাজে লাগল না। আগামী দিনে বিজেপি মুকুল রায়ের বিরুদ্ধে আইনি লড়াই লড়ে কি না সেটার দেখার বিষয়।