শ্রেয়স আইয়ারের কেরিয়ারে বড় স্বস্তি! দীর্ঘ ১১ মাসের অপেক্ষা শেষে দেখালেন আসল চমক

বাংলা হান্ট ডেস্ক: ভারতের তারকা ব্যাটার শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) বেশ কয়েক মাস ধরেই টিম ইন্ডিয়াতে জায়গা করে নিতে হিমশিম খাচ্ছেন। কারণ, তাঁর পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। ঘরোয়া ক্রিকেটেও বড় ইনিংস আসছিল না তাঁর ব্যাট থেকে। তবে, এখন রঞ্জি ট্রফিতে বড় ইনিংস খেলার ক্ষেত্রে সফল হয়েছেন তিনি। মহারাষ্ট্র দলের বিরুদ্ধে খেলায় মুম্বাইয়ের হয়ে সেঞ্চুরি করেন তিনি। এই ইনিংসটি তাঁর কেরিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ, সামগ্রিকভাবে তাঁকে তাঁর খারাপ পারফরম্যান্সের কারণে অনেক সমালোচনার সম্মুখীন হতে হয়েছে।

শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) কেরিয়ারে বড় স্বস্তি:

শেষ পর্যন্ত সেঞ্চুরি করলেন আইয়ার: জানিয়ে রাখি যে, শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ২০২৪-২৫ রঞ্জি ট্রফির দ্বিতীয় সফরে মহারাষ্ট্র দলের বিরুদ্ধে ১৩১ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। ওই ইনিংসে সময় তিনি মারেন ৯ টি চার ও ৩ টি ছক্কা। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তাঁর ১৪ তম সেঞ্চুরি। এই সেঞ্চুরির জন্য তাঁকে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ ১১ মাস। সম্প্রতি, শ্রেয়াস আইয়ার দলীপ ট্রফি এবং ইরানি কাপেও অংশ নিয়েছিলেন কিন্তু তিনি সেখানে ফ্লপ হয়ে যান। যার ফলে তিনি ভারতীয় টেস্ট দলে ফিরতে পারেননি। তবে, তাঁর এই ইনিংস দলে প্রত্যাবর্তনের ক্ষেত্রে আশার সঞ্চার করেছে। যদিও, আগামী ম্যাচগুলিতেও তাঁকে তাঁর ফর্ম ধরে রাখতে হবে।

Big relief in Shreyas Iyer career.

শেষ ১০ টি প্রথম শ্রেণির ইনিংসে ছিল খারাপ অবস্থা: এই সেঞ্চুরিটি শ্রেয়াস আইয়ারের (Shreyas Iyer) জন্য বেশ স্বস্তির খবর। কারণ শেষ ১০ টি প্রথম শ্রেণির ইনিংসে তিনি মাত্র ৩ টি হাফ-সেঞ্চুরি করেছিলেন এবং ৩ বার কোনও রান না করেই আউট হয়ে যান। জানিয়ে রাখি যে, শ্রেয়াস আইয়ার দলীপ ট্রফি ২০২৪-২৫-এর ৩ টি রাউন্ডই খেলেছেন।

আরও পড়ুন: ইজরায়েলের প্রধানমন্ত্রীর বাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা! অল্পের জন্য প্রাণে বাঁচলেন নেতানিয়াহু

শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) এই ৩ টি ম্যাচের ৬ ইনিংসে ২৫.৬৬-এর দুর্বল এভারেজের ওপর ভর করে মাত্র ১৫৪ রান করেন। ইরানি ট্রফিতেও, তিনি প্রথম ইনিংসে ১ টি হাফ-সেঞ্চুরি করেছিলেন। তবে ১২ বলে ৮ রান করার পরে দ্বিতীয় ইনিংসে আউট হয়ে যান তিনি। একইসঙ্গে রঞ্জি ট্রফির প্রথম রাউন্ডে বরোদার বিরুদ্ধে প্রথম ইনিংসেও খাতা খুলতে পারেননি শ্রেয়স।

আরও পড়ুন: এবার মুখ্যমন্ত্রীর সাথে দেখা করলেন গৌতম আদানি! দিলেন ১০০ কোটির ডোনেশন চেক, ব্যাপারটা কি?

জানিয়ে রাখি যে, এই বছরের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার হয়ে শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। তারপর থেকে দলে জায়গা করে নিতে হিমশিম খাচ্ছেন তিনি। সম্প্রতি তিনি শ্রীলঙ্কা সফরে ODI দলে নির্বাচিত হয়েছিলেন। কিন্তু, শ্রীলঙ্কায়ও বিশেষ কিছু করতে পারেননি তিনি। এছাড়াও টিম ইন্ডিয়া বর্তমানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের T20 সিরিজেও আইয়ার স্থান পাননি।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর