বাংলা হান্ট ডেস্ক: ক্রিকেট অনুরাগীরা এবার অধীর আগ্রহে IPL ২০২৫ (Indian Premier League)-এর দুর্ধর্ষ শুরুর জন্য অপেক্ষা করছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮ তম মরশুম আগামী ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে। যার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। প্রতিটি দল শীঘ্রই তাদের ক্যাম্পে যোগ দেবে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এবার এবার নতুন দলের জার্সিতে অনেক পুরনো মুখ দেখা যাবে। যেটির পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই উচ্ছ্বসিত ভক্তরা। এদিকে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন KKR-এর নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে অভিজ্ঞ অজিঙ্কা রাহানের হাতে। পাশাপাশি, লখনউ সুপারজায়ান্টসের (LSG) অধিনায়কত্ব করতে দেখা যাবে ঋষভ পন্থকে। এমতাবস্থায় চলুন জেনে নিই IPL-এর উদ্বোধনী অনুষ্ঠান ঠিক কতটা রঙিন হতে চলেছে।
এই দুই দলের মধ্যে হবে IPL ২০২৫ (Indian Premier League)-এর প্রথম ম্যাচ:
জানিয়ে রাখি যে, এবারে IPL (Indian Premier League)-এর প্রথম ম্যাচটি ইডেন গার্ডেন্সে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবং RCB-র বিরুদ্ধে সম্পন্ন হবে। এই প্রথম ম্যাচটি আগামী ২২ মার্চ সন্ধ্যে ৭ টা বেজে ৩০ মিনিট থেকে খেলা হবে।।এবার এই দুই দলই নতুন অধিনায়ক নিয়ে প্রতিযোগিতায় নামবে। তরুণ খেলোয়াড় রজত পতিদারের হাতে অধিনায়কত্ব তুলে দিয়েছে RCB। অপরদিকে, KKR-এর দায়িত্ব নেবেন অজিঙ্কা রাহানে।
IPL ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ চমক:
১. এবার IPL (Indian Premier League)-এর উদ্বোধনী অনুষ্ঠান কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে।
২. IPL (Indian Premier League)-এর প্রথম ম্যাচ শুরু হবে সন্ধ্যে সাড়ে ৭টায়। টস হবে সন্ধ্যে ৭টায়। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে টসের ১ ঘণ্টা আগে। অর্থাৎ, সন্ধ্যে ৬ টায়।
আরও পড়ুন: ফের বাজিমাত টাটা গ্রুপের! ২,২৫০ কোটি টাকায় অধিগ্রহণ করল এই কোম্পানি, জানলে হবেন অবাক
৩. এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চলেছেন বলিউডের একাধিক তারকাই। ইতিমধ্যেই বরুণ ধাওয়ান, শ্রদ্ধা কাপুরের মতো একাধিক নাম আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এছাড়াও, শোনা যাচ্ছে যে রণবীর সিং এবং দীপিকা পাড়ুকনও উপস্থিত হতে পারেন এই অনুষ্ঠানে। এছাড়াও, অরিজিৎ সিং সহ অন্যান্য গায়করাও পারফর্ম করতে পারেন।
আরও পড়ুন: শুরু হয়ে গেল কাউন্টডাউন! IPL-এর উদ্বোধনী ম্যাচে কেমন হবে KKR-এর প্লেয়িং ইলেভেন? রইল আপডেট
৪. IPL (Indian Premier League)-এর উদ্বোধনী অনুষ্ঠানের জন্য আলাদা টিকিট পাওয়া যায় না। এর জন্য শুধুমাত্র ম্যাচের টিকিট পেতে হবে। এমতাবস্থায়, যাঁরা ম্যাচের টিকিট কিনছেন তাঁরা উদ্বোধনী অনুষ্ঠানও উপভোগ করতে পারবেন। ইতিমধ্যেই বুক মাই শো থেকে টিকিট বুক করতে পারেন। বর্তমানে সর্বনিম্ন মূল্যের টিকিট ৩,৫০০ টাকায় পাওয়া যাচ্ছে।