ডার্বির আগেই বড় চমক! ইস্টবেঙ্গলে যোগ দিলেন নেইমার-সুয়ারেজের বিরুদ্ধে খেলা তারকা ফুটবলার

বাংলা হান্ট ডেস্ক: ডার্বির আগেই এবার লাল-হলুদ শিবির (East Bengal) থেকে সামনে এল বড় আপডেট। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার ইস্টবেঙ্গলে সই করলেন নতুন বিদেশি খেলোয়াড়। মূলত, ভেনেজুয়েলার তারকা স্ট্রাইকার রিচার্ড সেলিস এবার যুক্ত হলেন ইস্টবেঙ্গলের সাথে। এমতাবস্থায়, ISL-এর বাকি মরশুমে তিনি খেলবেন বলেও জানা গিয়েছে।

বড় চমক ইস্টবেঙ্গলের (East Bengal):

প্রসঙ্গত উল্লেখ্য যে, এই মরশুমের মাঝে মাদিহ তালাল চোটের সম্মুখীন হয়ে ছিটকে গিয়েছেন। আর সেই কারণেই তাঁর পরিবর্তে নতুন ফুটবলার যে প্রয়োজন এই বিষয়টি জানিয়েছিলেন ইস্টবেঙ্গলের (East Bengal) কোচ অস্কার ব্রুজো। এমতাবস্থায়, লাল-হলুদ শিবির ডার্বির আগেই তাদের নতুন বিদেশি খেলোয়াড়ের নাম সামনে আনল।

এদিকে, নতুন ফুটবলারকে স্বাগত জানিয়ে ব্রুজো বলেছেন, “আমরা আশা করছি যে, রিচার্ড ওর অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগাবে। আগামী দিনগুলিতে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের (East Bengal)। সেই ম্যাচগুলিতে রিচার্ডকে আমাদের প্রয়োজন।” তবে, রিচার্ড কবে দলের সঙ্গে যুক্ত হবেন সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

আরও পড়ুন: ভারতে প্রথম বুলেট ট্রেন কবে চলবে? রাখঢাক না রেখে এবার বিরাট আপডেট দিলেন স্বয়ং প্রধানমন্ত্রী

উল্লেখ্য যে, রিচার্ড ভেনেজুয়েলার জাতীয় দলে খেলেছেন। তিনি শেষ খেলেছেন সেখানকার ক্লাব অ্যাকাদেমিয়া পুয়ের্তো কাবেয়োতে। তবে, গত অক্টোবর মাসের পর থেকে তিনি ক্লাবের ফুটবল খেলেননি। আমরা যদি রিচার্ডের ফুটবল কেরিয়ারের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে, ভেনেজুয়েলার বেশ কয়েকটি প্রথম সারির ক্লাবে খেলার পাশাপাশি তিনি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে লুই সুয়ারেজের উরুগুয়ের বিরুদ্ধে খেলেছিলেন।

আরও পড়ুন: বছরের শুরুতেই হার্দিককে ফের ঝটকা দেবে BCCI? চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় সিদ্ধান্তের পথে বোর্ড

এছাড়াও, রিচার্ড ২০২১ সালের কোপা আমেরিকায় নেমারের ব্রাজিলের বিরুদ্ধেও খেলেছেন। ২৮ বছর বয়সি এই ফুটবলারের ইতিমধ্যেই ক্লাব ফুটবলে ২৫০-র বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। আর সেই অভিজ্ঞতা ইস্টবেঙ্গলে কাজে লাগাতে চান তিনি। প্রসঙ্গত উল্লেখ্য যে, রিচার্ড লেফ্ট উইঙ্গার ও স্ট্রাইকার, দুই পজিশনেই স্বচ্ছন্দ্যে খেলতে পারেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর