খুলে গেল কোয়েলের মুখোশ, অনির্বাণকে ঠাঁটিয়ে চড় রাইয়ের! তোলপাড় করা পর্ব ‘মিঠিঝোরা’য়

বাংলাহান্ট ডেস্ক : বড়সড় চমক আসতে চলেছে ‘মিঠিঝোরা’য় (Mithijhora)। জি বাংলার এই সিরিয়ালে তিন বোনের জীবনে টানাপোড়েনের কাহিনি উঠে এসেছে। ব্যক্তিগত জীবনে সম্পর্কের ওঠাপড়ায় জর্জরিত রাই, নীলু আর স্রোত তিন বোনেরই জীবন। অথচ এর মধ্যেই প্রতিহিংসার বশে বড় দিদি রাইয়ের সর্বনাশ করতে উদ্যত হয় নীলু। প্রচণ্ড দাম্পত্য কলহের জেরে শেষমেষ অনির্বাণের বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হয় রাই। আর এবার আসতে চলেছে বিরাট টুইস্ট।

‘মিঠিঝোরা’য় (Mithijhora) অনির্বাণের সংসার ছেড়ে বেরিয়ে আসে রাই

রাই (Mithijhora) অনির্বাণের জীবনে ঝড় তুলেছে কোয়েল। বিয়ের পর থেকেই একটার পর একটা সমস্যা শান্তিতে থাকতে দেয়নি রাইকে। নীলুর শয়তানিতে বিয়ের পরেই জীবনটা তছনছ হয়ে যায় তার। তারপর যাও বা সবকিছু ঠিক হয়, তার আর অনির্বাণের মাঝে এসে হাজির হয় অনির্বাণের প্রাক্তন স্ত্রী কোয়েল। আর তার কারসাজিতেই শেষমেষ সংসার ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হয় রাই।

Big twist is going to come in mithijhora

বড় চমক আসতে চলেছে: মিথ্যে ক্যানসারের গল্প শুনিয়ে অনির্বাণ আর রাইয়ের মধ্যে দেওয়াল তোলে কোয়েল। আর এতে তাকে সাহায্য করে রাইয়েরই বোন নীলু। গল্পে (Mithijhora) দেখা গিয়েছে, ডিভোর্স হতে চলেছে রাই অনির্বাণের। এর মাঝেই মোক্ষম চাল চালে রাই। গোপনে নীলু আর কোয়েলের কথাবার্তা রেকর্ড করে নেয় সে। সম্প্রতি প্রকাশ্যে আসা প্রোমোতেই আভাস মিলেছে, বড় ধামাকা হতে চলেছে আগামী পর্বে।

আরো পড়ুন : চুল না কামিয়েই অপারেশন! মাথা ভর্তি ব্যান্ডেজ রণজয়ের, হঠাৎ কী হল রণজয়ের?

কী দেখা গিয়েছে প্রোমোতে: প্রোমোতে দেখা গিয়েছে, কোয়েলকে ফের বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে অনির্বাণ। তার হাতে আংটি পরানোর সময়েই সেখানে হাজির হয় রাই। সবার সামনে তুলে ধরে নীলু আর কোয়েলের ষড়যন্ত্র। নিজের ভুল বুঝতে পেরে ছুটে আসে অনির্বাণ। কিন্তু রাইয়ের কাছে আরেকটা সুযোগ চাইতেই তাকে ঠাঁটিয়ে থাপ্পড় মারে রাই। পরিষ্কার বলে দেয়, ‘আগে মানুষ হয়ে দেখাও’।

আরো পড়ুন : মেদিনীপুরের মেয়ে, ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল জীবন, ‘প্রবাসে ঘরকন্না’র মহুয়ার মাস গেলে রোজগার কত জানেন?

এই প্রোমো দেখে উচ্ছ্বসিত দর্শকরা। অনেকে বলেছেন, অবশেষে সঠিক শিক্ষা পাবে অনির্বাণ। আবার অনেকে বলছেন, রাইয়ের উচিত আর অনির্বাণের কাছে ফেরত না যাওয়া। সিরিয়ালটি (Mithijhora) এবার শেষ হয়ে যেতে পারে বলেও মন্তব্য করেছেন কয়েকজন।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর