বাংলাহান্ট ডেস্ক : ছোটপর্দায় দিনদিন কঠিন হচ্ছে টক্কর। টিআরপির লড়াইয়ে যোগ দিচ্ছে নিত্যনতুন ধারাবাহিক (Serial)। পুরনো বেশ কিছু ধারাবাহিকই এখন আর তালিকায় তেমন নজর কাড়তে পারে না। অথচ এক সময় এই সিরিয়ালগুলিই ছিল টিআরপি টপার। গল্পের খেই হারিয়ে এখন কার্যত প্রথম দশের তালিকা থেকে আউট হয়ে গিয়েছে এমন একাধিক ধারাবাহিক (Serial)।
টিআরপি কমে গিয়েছে একগুচ্ছ সিরিয়ালের (Serial)
বর্তমানে স্টার জলসার বেশ কয়েকটি সিরিয়াল (Serial) ভালো ফল করছে টিআরপি তালিকায়। নতুন শুরু হওয়া ধারাবাহিক গুলি ভালো নম্বর আনছে চ্যানেলে। অন্যদিকে একসময় যে সিরিয়াল (Serial) গুলি টিআরপি তালিকার শীর্ষে থাকত, সেগুলি এখন নেমে গিয়েছে তালিকার তলানিতে।
দর্শক টানতে বড় উদ্যোগ: এর মধ্যে অন্যতম নাম ‘কথা’। একসময় টিআরপি তালিকায় শীর্ষের দিকেই থাকত এই সিরিয়াল (Serial)। বিশেষ করে এভি-কথার অনস্ক্রিন রসায়ন দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল খুব কম সময়েই। কিন্তু সময়ের প্রলেপ লাগতেই ধীরে ধীরে তারা আগ্রহ হারাতে শুরু করেন গল্প থেকে। তাই এবার দর্শক ফেরাতে বড় টুইস্ট এনেছেন নির্মাতারা।
আরও পড়ুন : ফের পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা পাকিস্তানের মুখে! মুনিরকে পালটা জবাবে ‘অওকাত’ বোঝাল ভারত
কী হতে চলেছে গল্পে: এই সিরিয়ালের (Serial) নিয়মিত দর্শকরা জানেন, মা হতে চলেছে কথা। কিছুদিন ধরেই কথার শারীরিক অসুস্থতার কারণে ডাক্তার ডাকে পরিবারের সদস্যরা। তাতেই জানা যায়, মা হতে চলেছে কথা। খুশিতে আত্মহারা অবস্থা এভির। এদিকে প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি বড় কোনও চমক আসছে সিরিয়ালে (Serial)?
আরও পড়ুন : সেপ্টেম্বরেই মোদী-জেলেনস্কি সাক্ষাৎ, ইউক্রেনের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে ট্রাম্পকে যোগ্য জবাব ভারতের
অন্যান্য ধারাবাহিকে দেখা গিয়েছে, এসব ক্ষেত্রে বড় লিপ আসে গল্পে। তবে কি কথার ক্ষেত্রেও একই ঘটনার পুনরাবৃত্তি হবে? কয়েক বছর এগিয়ে যাবে সিরিয়ালের গল্প? জল্পনা অব্যাহত থাকলেও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি নির্মাতারা।