বাংলাহান্ট ডেস্ক : বায়োপিকের ক্ষেত্রে বলিউডের ভাগ্য বেশ ভালোই। এ যাবৎ অভিনেতা, রাজনৈতিক থেকে ক্রীড়া ব্যক্তিত্বদেরও বায়োপিক এসেছে। তার মধ্যে বেশিরভাগই সফল হয়েছে বক্স অফিসে। তাই সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বায়োপিক ঘোষণা হওয়ার পর থেকেই অনুরাগীদের উন্মাদনা ছিল তুঙ্গে। কারা হবেন নায়ক নায়িকা, কবেই বা মুক্তি পাবে সব নিয়ে বেশ চর্চায় ছিল সৌরভের বায়োপিক। বলিউডের নয়া ‘মালিক’ রাজকুমার রাওকে (Rajkummar Rao) দেখা যাবে পর্দায় ‘দাদা’ হিসেবে। এবার এই ছবি নিয়ে এল বড় আপডেট।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বায়োপিক নিয়ে বড় আপডেট
পর্দায় সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) হয়ে উঠতে মাঠে ঘাম ঝরাচ্ছেন রাজকুমার। শুটিং কবে থেকে শুরু হবে তা জানতে মুখিয়ে ছিলেন সিনেপ্রেমীরা। তবে এবার জানা গেল, ফের পিছিয়ে গিয়েছে সৌরভের বায়োপিকের (Sourav Ganguly) শুটিং। আর সেটা নাকি হয়েছে রাজকুমারের (Rajkummar Rao) ইচ্ছাতেই। কিন্তু কেন হঠাৎ এই সিদ্ধান্ত?
কী জানালেন রাজকুমার: এ বিষয়ে এক সাক্ষাৎকারে রাজকুমার বলেন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বায়োপিকটি (Biopic) যাতে নিখুঁত ভাবে তৈরি হয় তার জন্য সকলেই খুব তটস্থ। যত্ন করে ছবিটি তৈরি করতে চাইছেন তাঁরা। সেই কারণেই প্রস্তুতির জন্য আরও সময় লাগবে তাঁদের। তাই শুটিং পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত। রাজকুমারের কথায়, সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ভারতীয় ক্রিকেট দুনিয়ার একজন আইকন। তাঁর চরিত্রে অভিনয় করা বড় দায়িত্ব বলে মনে করেন তিনি।
আরও পড়ুন : স্কুলের গণ্ডিও পেরোননি পাত্রী, এর মধ্যেই ঘুরে ফেললেন সাতপাক! সায়কের ‘বিয়ে’র ছবি ভাইরাল নেট পাড়ায়
কবে শুরু শুটিং: রাজকুমার আরও জানান, তিনি ক্রিকেট খেলতে পারেন ঠিকই। তবে তিনি বাঁহাতি ব্যাটসম্যান নন। সৌরভের (Sourav Ganguly) মতো ব্যাট করার স্টাইল রপ্ত করতে আরও কিছুটা সময় লাগবে তাঁর। তাই শুটিং পিছিয়ে দেওয়া হয়েছে একেবারে পরের বছর।
আরও পড়ুন : মন্তব্যের ভুল ব্যাখ্যা, ‘বাঙালি বিরোধী’ বলে দাগিয়ে দেওয়া হচ্ছে! TMC-র বিরুদ্ধে অভিযোগ হিমন্ত বিশ্বশর্মা
সৌরভের বায়োপিকে অভিনয় করছেন ঠিকই, তবে এখনও পর্যন্ত ‘দাদা’র সঙ্গে দেখাই হয়নি রাজকুমারের। তবে তিনি জানান, প্রস্তুতি সম্পূর্ণ করার পরই তিনি প্রাক্তন ক্রিকেটারের সঙ্গে দেখা করতে চাইছেন বলে জানান রাজকুমার রাও।