বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি গিগ কর্মীরা (Gig Workers) উন্নত কর্মপরিবেশ এবং বেতনের দাবিতে নতুন বছরের প্রাক্কালে ধর্মঘট করেছিলেন। এমতাবস্থায়, কেন্দ্রীয় সরকার গিগ কর্মীদের জন্য এমন একটি ফর্মুলা নিয়ে আসার পরিকল্পনা করছে যেটি পূরণ করার মাধ্যমে গিগ কর্মীরা সামাজিক সুরক্ষা সুবিধা পেতে সক্ষম হবেন। জনমতের জন্য কেন্দ্রীয় শ্রম মন্ত্রক কর্তৃক প্রকাশিত একটি প্রস্তাবিত খসড়া অনুসারে, এর জন্য, গিগ এবং প্ল্যাটফর্ম কর্মীদের চলতি অর্থবর্ষে একজন অ্যাগ্রিগেটরের সঙ্গে কমপক্ষে ৯০ দিন বা একাধিক অ্যাগ্রিগেটরের সঙ্গে ১২০ দিন কাজ করতে হবে। সরকারের তরফে এই বিজ্ঞপ্তিটি গত ৩০ ডিসেম্বর, গিগ কর্মীদের ধর্মঘটের একদিন আগে সামনে আসে।
গিগ কর্মীদের (Gig Workers) জন্য বড় আপডেট:
ডিজিটাল কার্ড ইস্যু করা হবে: সরকার অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের জন্য কেন্দ্রীয় সরকারের নির্ধারিত পোর্টালে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করেছে। নিয়ম অনুসারে, প্রত্যেক যোগ্য এবং রেজিস্টার্ড অসংগঠিত কর্মীকে কেন্দ্রীয় সরকার কর্তৃক নির্ধারিত তাঁর ছবি এবং অন্যান্য বিবরণ সম্বলিত একটি ডিজিটাল পরিচয়পত্র জারি করা হবে। জানিয়ে রাখি যে, শ্রম মন্ত্রক ইতিমধ্যেই ই-শ্রম পোর্টালে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করেছে। যা অসংগঠিত শ্রমিকদের জাতীয় ডাটাবেস হিসেবে বিবেচিত হয়।

এই পোর্টালের মাধ্যমে, রেজিস্টার্ড কর্মীরা পরিচয়পত্রের পাশাপাশি বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পেতে সক্ষম হবেন। নিয়মে আরও বলা হয়েছে যে যোগ্য অসংগঠিত কর্মীদের সময়ে সময়ে ট্যান্ডারবিঠিকানা, পেশা, মোবাইল নম্বর, দক্ষতা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য আপডেট করতে হবে। যদি কোনও কর্মী নিয়মিতভাবে এই বিবরণগুলি আপডেট না করেন, সেক্ষেত্রে তাঁকে সামাজিক নিরাপত্তা প্রকল্পের সুবিধার জন্য অযোগ্য ঘোষণা করা হতে পারে।
আরও পড়ুন: ইলেকট্রিক টু-হুইলার তৈরি করা এই কোম্পানির শেয়ারে বিপুল বৃদ্ধি! আপনার পোর্টফোলিওতে আছে নাকি?
খসড়ায় কী কী নিয়ম রয়েছে: খসড়া নিয়ম অনুযায়ী, যদি একজন গিগ কর্মী বা প্ল্যাটফর্ম কর্মী একটি ক্যালেন্ডার দিনে একজন অ্যাগ্রিগেটরের জন্য যেকোনও কাজ +তা যত ছোটই হোক না কেন) করেন এবং তা থেকে আয় করেন, তাহলে সেই দিনটিকে সেই অ্যাগ্রিগেটরের সঙ্গে একটি এনগেজমেন্ট ডে হিসেবে বিবেচনা করা হবে। যদি কোনও গিগ বা প্ল্যাটফর্ম কর্মী একাধিক অ্যাগ্রিগেটরের জন্য কাজ করেন, সেক্ষেত্রে তাঁর মোট সমস্ত অ্যাগ্রিগেটরদের সঙ্গে করা কাজ যোগ করে এনগেজমেন্ট দিন গণনা করা হবে।
আরও পড়ুন: নতুন গাড়ি কিনলে ৫০ শতাংশ পর্যন্ত কর ছাড়! শুধু মানতে হবে এই শর্ত, বড় পদক্ষেপ রাজ্য সরকারের
সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, যদি একজন কর্মী একই দিনে ৩ টি ভিন্ন অ্যাগ্রিগেটরের সঙ্গে যুক্ত হন, তাহলে সেই দিনটিকে ২ দিনের এনগেজমেন্ট হিসেবে গণনা করা হবে। নিয়মে স্পষ্ট করা হয়েছে যে, যোগ্য গিগ বা প্ল্যাটফর্ম কর্মীদের মধ্যে একজন অ্যাগ্রিগেটর দ্বারা নিযুক্ত সেই সকল ব্যক্তি অন্তর্ভুক্ত থাকবেন, যাঁদের সরাসরি অ্যাগ্রিগেটর অথবা তার সহযোগী কোম্পানির মাধ্যমে, কিংবা হোল্ডিং কোম্পানি, সহায়ক সংস্থা, লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ (LLP) অথবা তৃতীয় পক্ষের মাধ্যমে কাজে যুক্ত করা হয়েছে।












