বড়সড় নির্দেশ! SBI গ্রাহকরা দুর্ভোগ এড়াতে ৩০ সেপ্টেম্বরের আগেই সেরে ফেলুন এই কাজটি

বাংলাহান্ট ডেস্ক : আপনার যদি ব্যাঙ্কের লকার থেকে থাকে তাহলে আজকের এই প্রতিবেদন খুবই গুরুত্বপূর্ণ। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) গত জানুয়ারি মাসে লকার সংক্রান্ত নতুন চুক্তির নির্দেশিকা জারি করে। সেই নির্দেশিকা অনুযায়ী প্রত্যেক ব্যাঙ্কগুলিকে নির্দেশ দেওয়া হয় চলতি বছরের ৩০ শে জুনের মধ্যে গ্রাহকদের সাথে সম্পন্ন করতে হবে নতুন লকার চুক্তি।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India) প্রতিনিয়ত গ্রাহকদের এই সংক্রান্ত নির্দেশিকা দিয়ে চলেছে। ২০২৩ সালের ১লা জানুয়ারির নতুন নিয়ম অনুযায়ী, লকার সংক্রান্ত সংশোধিত চুক্তি স্বাক্ষরিত করতে হবে প্রত্যেক গ্রাহককে। আরবিআই ২৩ শে জানুয়ারি জানায়, পর্যায়ক্রমে ব্যাঙ্কগুলিকে এই সংক্রান্ত চুক্তি সম্পন্ন করতে হবে। ৫০ শতাংশ কাজ সম্পন্ন করতে হবে ৩০ শে জুন ২০২৩ এর মধ্যে।

আরোও পড়ুন : আর মাত্র কয়েকদিন! ওপার বাংলার ইলিশ এবার ঢুকবে এপার বাংলায়, দেখুন দাম কত হবে

৩০ সেপ্টেম্বর ২০২৩ এর মধ্যে শেষ করতে হবে ৭৫ শতাংশ কাজ। এই অবস্থায় স্টেট ব্যাংক তাদের গ্রাহকদের ক্রমাগত এই সংক্রান্ত সতর্কবার্তা পাঠাচ্ছে। বলা হচ্ছে আগামী ৩০শে সেপ্টেম্বরের মধ্যে এই সংক্রান্ত চুক্তিতে যাতে তারা স্বাক্ষর করেন। তারপর থেকেই গ্রাহকদের সতর্কীকরণ করা শুরু হয়ে যায়।

আরোও পড়ুন : দেশের নাম ইন্ডিয়া থেকে ভারত হলে খরচ হবে কয়েক হাজার কোটি! হিসেব দেখে হুঁশ উড়ে যাবে

লকার সংক্রান্ত বেশ কিছু নিয়মে পরিবর্তন আনে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নতুন নিয়ম অনুযায়ী প্রত্যেক ব্যাঙ্ককে তাদের গ্রাহকদের দ্বারা নতুন চুক্তিপত্র স্বাক্ষরিত করাতে হবে। নতুন চুক্তি অনুযায়ী, লকারে থাকা কোনও জিনিসের ক্ষতি হলে তার জন্য দায়ী থাকবে ব্যাঙ্ক এবং তার দায়িত্ব নির্দিষ্ট ব্যাঙ্ককে গ্রহণ করতে হবে।

image 111

ব্যাঙ্ক কর্মীর জালিয়াতির কারণে গ্রাহকের সম্পত্তির ক্ষতি হলে ব্যাঙ্কের লকারের চার্জ এর ১০০ গুণ টাকা গ্রাহককে দিতে হবে। প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য কারণে যদি সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয় সেজন্য দায়ী থাকবে না ব্যাঙ্ক। লকারের কর্ণধার মারা গেলে তার নমিনি লকারের সুবিধা পাবেন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর