বাংলা হান্ট ডেস্ক: আগামী মরশুমের জন্য IPL-এর নিলাম কয়েকদিনের মধ্যেই সম্পন্ন হবে। এর পরেই পরবর্তী মরশুমের তারিখ এবং সময়সূচি ঘোষণা করা হবে। যদিও প্রতি বছরই IPL-এর সময়সূচির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করা হয়, কিন্তু এবার এটি আরও বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ, ক্রিকেট অনুরাগীরা জানতে চাইছেন যে, এবার ম্যাচগুলি বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সম্পন্ন হবে কিনা? ভারতীয় ক্রিকেট বোর্ড আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু বোর্ডের আগেই কর্ণাটক সরকার নিজেরাই ঘোষণা করেছে যে এবারও বেঙ্গালুরুতে IPL আয়োজন করা হবে।
বেঙ্গালুরুতে (Royal Challengers Bengaluru) IPL আয়োজন নিয়ে কী জানালেন কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী:
‘IPL অন্য কোথাও স্থানান্তরিত হবে না’: ইতিমধ্যেই কর্ণাটক সরকারের উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার রবিবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ঘোষণা করেন যে, চিন্নাস্বামী স্টেডিয়ামে IPL ম্যাচ খেলা অব্যাহত থাকবে। কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনে (KSCA) নির্বাচনে ভোটিংয়ের সময় তিনি এই ঘোষণা দেন। KSCA নির্বাচনে ভোট প্রদানের পর শিবকুমার বলেন, ‘আমরা IPL অন্য কোথাও স্থানান্তর করব না এবং চিন্নাস্বামীতেই এটি আয়োজন করতে থাকব। এটি বেঙ্গালুরু এবং কর্ণাটকের গর্ব। যা আমরা বজায় রাখব।”

RCB-র ভিকট্রি প্যারেডের সময় ঘটে পদপিষ্টের ঘটনা: জানিয়ে রাখি যে, চিন্নাস্বামী স্টেডিয়াম ঘিরে অনিশ্চয়তার মধ্যেই শিবকুমারের এই বক্তব্য সামনে এসেছে। ২০২৫ সালের IPL মরশুমে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথমবারের মতো টুর্নামেন্ট জিতেছিল। যার ফলে শহরজুড়ে RCB সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে ছিল।
আরও পড়ুন: মাত্র ১ বছরেই ৯৮ শতাংশের পতন! এই শেয়ারের দাম নেমে এল ১ টাকায়, মাথায় হাত বিনিয়োগকারীদের
গত ৪ জুন যখন পুরো RCB দল জয় উদযাপন করতে বেঙ্গালুরুতে পৌঁছয়, তখন অনুরাগীদের একটি বিশাল ভিড় পরিলক্ষিত হয়। এর আগে, বিধানসভাতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রী সহ পুরো মন্ত্রিসভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এরপর দলটি চিন্নাস্বামী স্টেডিয়ামে পৌঁছে উদযাপন করে। কিন্তু সেই সময়ে স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে ১১ জন অনুরাগী মারা যান এবং প্রায় ৫০ জন আহত হন।
আরও পড়ুন: আকাশপথেও ধীরে ধীরে প্রভাব বিস্তার! এবার আদানি গ্রুপ যা করল… জানলে হবেন ‘থ’
RCB নতুন ভেন্যু খুঁজছে: এই ঘটনার পর থেকে, কর্ণাটক সরকার, KSCA এবং RCB একাধিকবার তদন্তের সম্মুখীন হয়েছে। এমনকি KSCA এবং RCB-র বিরুদ্ধে আদালতে মামলাও দায়ের করা হয়েছে। তারপর থেকে BCCI চিন্নাস্বামী স্টেডিয়ামে কোনও ম্যাচ আয়োজন করেনি। এদিকে, বেঙ্গালুরু থেকে মহিলা বিশ্বকাপের ম্যাচগুলিও কেড়ে নেওয়া হয়েছিল। এর ফলে পরবর্তী IPL মরশুম সেখানে সম্পন্ন হবে কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। সম্প্রতি, এমনও খবর এসেছে যে RCB আগামী মরশুমের জন্য পুণেকে তাদের হোম ভেন্যু হিসেবে দেখছে।












