এসআইআর দৌড়ে এগোচ্ছে বাংলা! ৯৮ শতাংশ ফর্ম বিলি শেষ, সোমবার থেকেই শুরু সংগ্রহ

Published on:

Published on:

Big Update on SIR in Bengal
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে ভোট প্রস্তুতির অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ এসআইআর (SIR) নিয়ে এল বড় আপডেট। শনিবার বিকেল চারটে পর্যন্ত পশ্চিমবঙ্গে এনুমারেশন ফর্ম বিতরণ হয়েছে ৯৮.০৮ শতাংশ। নির্বাচন কমিশনের তথ্য বলছে, নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী সোমবার থেকেই ফিল-আপ করা ফর্ম সংগ্রহ করা শুরু হবে। অর্থাৎ, ভোটার তালিকা সংশোধনের কাজ এখন শেষ ধাপের দিকে।

কোন রাজ্যে কত শতাংশ এসআইআর (SIR) ফর্ম বিলি হয়েছে?

সিইও দপ্তর জানিয়েছে, রাজ্যের মোট ৭ কোটি ৬৬ লক্ষ ৩৮ হাজার ২৮৮ জন ভোটারের মধ্যে ৭ কোটি ৫১ লক্ষ ৬৩ হাজার ৯৭০ জনের কাছে ফর্ম পৌঁছে গিয়েছে। বৃহৎ রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের উপরে রয়েছে কেবল মধ্যপ্রদেশ (৯৮.৩৮%)। এরপর রয়েছে রাজস্থান (৯৭.৩২%), উত্তরপ্রদেশ (৯৪.৩৭%), তামিলনাড়ু (৯২.০৪%) এবং কেরল (৮৭.৫৪%)। ছোট রাজ্য গোয়া এবং লক্ষদ্বীপে ইতিমধ্যেই ১০০ শতাংশ ফর্ম বিলি সম্পূর্ণ হয়ে গেছে (SIR)।

তবে কমিশনের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, বাংলার সব এলাকায় সমান গতিতে কাজ এগোয়নি। কয়েকটি নির্দিষ্ট কেন্দ্রে ফর্ম বিতরণে গতি কম, যার ফলে সেগুলিকে তালিকাভুক্ত করা হয়েছে এবং জেলা প্রশাসনকে দ্রুত গতি বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন লক্ষ্য স্থির করেছে, ৪ ডিসেম্বরের মধ্যেই ১০০% ফর্ম বিতরণ সম্পূর্ণ করবে রাজ্য।

কম গতির তালিকায় কোন কোন রাজ্য?

কম গতির তালিকায় রয়েছে শিলিগুড়ি, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, তপন, পলাশিপাড়া, রানাঘাট উত্তর-পূর্ব, জগদ্দল, নওয়াপাড়া, খড়দহ, পানিহাটি, রাজারহাট, নিউটাউন, রাজারহাট গোপালপুর, বিধাননগর, জয়পুর, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, সোনারপুর দক্ষিণ, কসবা, যাদবপুর, সোনারপুর উত্তর, টালিগঞ্জ, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, মহেশতলা, মেটিয়াবুরুজ, কলকাতা পোর্ট, বেলেঘাটা, জোড়াসাঁকো, কাশীপুর-বেলগাছিয়া, বালি, হাওড়া উত্তর, হাওড়া দক্ষিণ, খড়গপুর সদর, দুবরাজপুর, শিউড়ি, আলিপুরদুয়ার ও কুলটি।

সূত্রের খবর, এই পরিস্থিতিতেই আগামী সপ্তাহে বাংলায় আসছে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। তাঁদের সফরের প্রধান উদ্দেশ্য হল এসআইআর (SIR) প্রক্রিয়া পর্যবেক্ষণ করা এবং ভোটার তালিকার স্বচ্ছতা নিশ্চিত করা। ১৮ নভেম্বর দলটি কলকাতায় পৌঁছবে এবং ২১ নভেম্বর নির্ধারিত FLC কর্মশালায় উপস্থিত থাকবে।

Big Update on SIR in Bengal

আরও পড়ুনঃ প্রকাশিত হল একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ তালিকা, কত গেল কাট অফ?

এই দলে থাকছেন জ্ঞানেশ ভারতী (Senior DEC), এস বি জোশি (Principal Secretary), মালয় মল্লিক (Principal Secretary), অভিনব আগরওয়াল (Joint Secretary)। এছাড়া উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, সব জেলা নির্বাচন আধিকারিক এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তারা (SIR)।