গুরুতর অভিযোগ! গ্রেফতার জনপ্রিয় ইউটিউবার তথা ‘বিগ বস OTT 2’ বিজয়ী এলভিশ যাদব

বাংলাহান্ট ডেস্ক : গ্রেফতার হলেন জনপ্রিয় ইউটিউবার এবং ‘বিগ বস OTT 2’ বিজয়ী এলভিশ যাদব। নয়ডা পুলিশ রবিবার তাঁকে গ্রেফতার করে। চাঞ্চল্যকর এই খবর সামনে আনে সংবাদ সংস্থা ANI। জানা গিয়েছে, আজই এলভিশ যাদবকে আদালতে পেশ করা হয়েছে। জানিয়েছেন নয়ডার DCP বিদ্যা সাগর মিশ্র।

কী কারণে গ্রেফতার? এক ইউ টিউবারকে হামলার অভিযোগে বিগ বস জয়ী এলভিশ যাদবের বিরুদ্ধে।সাগর ঠাকুর নামের ঐ ইউটিউবার এর উপর হামলা চালানোয় এলভিশকে গ্রেফতার করেছে নয়ডা পুলিশ। গুরগাওঁয়ের বাসিন্দা সাগর ঠাকুর নামের ঐ ব্যক্তির ওপর হামলা, খুনের হুমকির অভিযোগে এলভিশকে গ্রেফতারের করা হয়েছে।

আরোও পড়ুন : মনের মত হয়নি চুল কাটা! নাপিতকে শায়েস্তা করতে থানায় ছুটলেন যুবক, ঘটনা এই বাংলারই

এমনটাই জানান হয়েছে নয়ডা পুলিশের পক্ষ থেকে। রবিবার হঠাৎ আজই এলভিশকে আদালতে তোলার কথা। এলভিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সাগরকে এক দোকানে আলোচনার জন্য ডেকে এনে অতর্কিতে তার ওপর হামলা চালান তিনি। শুধু সাগর ঠাকুরের ওপরই নয়, এলভিশ সাগরের  ৮ থেকে ১০ সঙ্গীর উপরেও হামলা চালিয়েছে বলে অভিযোগ।

আরোও পড়ুন : ভোটের মুখে নয়া চমক! মার্কেট কাঁপাবে নতুন ১০০ টাকার নোট, আগেরগুলো কি করবেন?

এলভিশ যখন সাগরকে হামলা চালায় সেই মুহূর্তের ভিডিও ক্যামেরাবন্দি হয়। যা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সাগর ঠাকুর ইউটিউবে জনপ্রিয়তা পায় গেমিং ভিডিও বানিয়ে। ২০১৭ সাল থেকে youtube প্লাটফর্মে এই কাজটি করে আসছে সাগর। অন্যদিকে এলভিশ জনপ্রিয়তা পায় ২০২১ সাল থেকে।

সে সময় ইউটিউবে, বিভিন্ন মিউজিক ভিডিয়ো, মজার ভিডিয়ো, রিয়েলিটি শো-য়ে যোগ দিয়ে জনপ্রিয় হয়ে ওঠে এলভিশ। এলভিশ বনাম সাগর, এই দুই ইউ টিউবারের ঝামেলার শুরু যদিও আজকের নয়। বিগত কয়েক দিন ধরেই নেটিজেনদের একাংশ সরব ছিল। এলভিশ ভক্তরা দাবি করছেন, সাগর এলভিশকে নাকি খুব বিরক্ত করতেন।

অন্যদিকে, সাগর তার টুইটার হ্যান্ডেলের একটি পোষ্টে লিখেছিলেন, তাকে নাকি প্রাণনাশের হুমকি দিয়ে বেশ কয়েকজন ছেলেকে নিয়ে চড়াও হয়েছিলেন এলভিশ। সেই ঘটনার ভিডিয়োও প্রকাশ করেছিলেন সাগর নিজে। অভিযোগ তাতেই সাগরের উপর ক্ষেপে যায় এলভিশ। সেই রাগ থেকে সাগরের ওপর চড়াও হয়েছিলেন বিগ বস জয়ী এলভিশ যাদব।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর