বাংলা হান্ট ডেস্ক: করোনা থাবা বসিয়েছে এবারের আইপিএলে। তবে প্রতিযোগিতা এখনও থামেনি।অর্ধেক ম্যাচ খেলা হয়ে গিয়েছে।পারফরম্যান্সের দিক থেকে অনেকেই দ্যুতি ছড়িয়েছেন।আবার অনেকে নিজের নামের প্রতি প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন।যার মধ্যে রয়েছেন বহু বিদেশি খেলোয়াড়। যাদের পারফরমেন্সের জন্য এখনও তাঁদের দল ভুগছে। এক নজরে তাঁদের দেখে নেওয়া যাক
ইওন মর্গ্যান: গতবার দীনেশ কার্তিককে সরিয়ে বিশ্বকাপজয়ী ক্রিকেট মস্তিস্ককে কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক হিসেবে বেছে নিয়েছিল। আশা করা হয়েছিল চলতি মরশুমে মর্গ্যানের নেতৃত্বের জাদু দেখা যাবে। কিন্তু কোথায় কী। আইপিএল-এ এখনও পর্যন্ত খেলেছেন ৭টি ম্যাচ। যার মধ্যে দুটি বাদে হেরেছেন ৫ টিতে। অধিনায়ক হিসাবে চরম ব্যর্থ এই ব্রিটিশ অধিনায়ক। ৭ ম্যাচে করেছেন মাত্র ৯২ রান। তাঁর থেকে অনেকটাই আশা করেছি কেকেআর।এখনও পর্যন্ত আশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন তিনি।
সুনীল নারিন: চোট আঘাত নিয়ে ২০২১ আইপিএল খেলা শুরু করেছিলেন। প্রথমের দিকে দলে সুযোগ পাননি। কিন্তু পরে যখন খেলার সুযোগ এলো তখন য়েন পুরানো নারিনকে খুঁজে পেলেননা কেউ। চলতি আইপিএল-এ এখনও পর্যন্ত ব্যর্থ নারিন। চার ম্যাচে করেছেন মাত্র ১০ রান। নিয়েছেন তিনটি উইকেট।কলকাতাকে দুবার আইপিএল চ্যাম্পিয়ন করা নারিন এখন যেন অতীতের ছায়া। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন অতি দ্রুত ক্যারিবিয়ান তারকার বিকল্প বের করতে।
আন্দ্রে রাসেল: আইপিএলের ছ’টি ম্যাচ ইতিমধ্যেই খেলে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স। তবে ছটি ম্যাচ খেলা হয়ে গেলেও এখনও পর্যন্ত চেনা ফর্মে পাওয়া যায়নি কেকেআরকে। এই আইপিএলের মোট সাতটি ম্যাচ খেলে মাত্র দুটি ম্যাচে জয় পেয়েছে কেকেআর। কলকাতার এই খারাপ পারফরম্যান্সের কারণ দলের সবচেয়ে নির্ভরযোগ্য অলরাউন্ডার আন্দ্রে রাসেলের খারাপ ফর্ম। যদিও শেষ ম্যাচে ৪৫ রানের ইনিংস খেলেন ক্যারিবিয়ান মাসলসম্যান। তবে রাসেলের থেকে আশানুরূপ পারফরম্যান্সের এখনও দেখা পায়নি শাঙরুখ খানের দল।
ক্রিস মরিস: চলতি আইপিএল-এ সব থেকে দামি ক্রিকেটারের নাম হল ক্রিস মরিস। ১৬.২৫ কোটি টাকা দিয়ে দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটারকে কিনেছিল রাজস্থান রয়্যালস। কিন্তু সেই মূল্য এখনও সেভাবে তুলে দিতে পারেননি মরিস। তাঁকে নিয়ে প্রশ্ন তুলেছেন কেভিন পিটারসেন। ৬ম্যাচে বল হাতে নিয়েছেন ১১টা উইকেট আর ব্যাট হাতে করেছেন ৪৮ রান। তাঁর দল রাজস্থান এই মুহূর্তে রয়েছে লিগ তালিকার সাত নম্বরে। নিজের দামের মূল্য দলকে এখনও সেভাবে ফেরত দিতে পারেননি মরিস।
শাকিব আল হাসান: তাঁকে দলে ফিরিয়ে এখনও পর্যন্ত কোনও ফল পায়নি কলকাতা। চলতি আইপিএল-এ চরম ব্যর্থ কেকেআর শাকিব আল হাসান। ২০২১ আইপিএল-এ এখনও পর্যন্ত সাফল্য পাননি তিনি। প্রথম তিনটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন। কিন্তু ব্যর্থ হন। তিন ম্যাচে ৩৮ রান করেন ও ২টি উইকেট পান। এরপর কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট তাঁকে বসিয়ে দেয়।