ভোটগণনা শুরু হতেই চমক! এনডিএ-র দাপটেও বামেদের দখলে একাধিক আসন

Published on:

Published on:

Bihar Assembly Election Result update
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বিহার বিধানসভা নির্বাচনে ভোটগণনা শুরু হতেই দেখা গেল চমক। সকাল ৮টা থেকে গণনা শুরু হয়েছে। প্রথমেই পোস্টাল ব্যালট গণনা করা হয়। সেই হিসেব অনুযায়ী দেখা যাচ্ছে, এনডিএ অনেকটাই এগিয়ে আছে (Bihar Assembly Election Result)।

কত আসনে এগিয়ে বামেরা?

সকাল ৮টা ৫৫ মিনিট পর্যন্ত এনডিএ ১৪৯টি আসনে এগিয়ে। অন্য দিকে আরজেডি-কংগ্রেস-বামেদের মহাগঠবন্ধন এগিয়ে আছে ৭৬টি আসনে। শুরু থেকেই এই ব্যবধান বড় হতে থাকে। বামদলগুলিও বেশ কিছু আসনে ভাল লড়েছে। মোট ৯টি আসনে তারা এগিয়ে। এর মধ্যে সিপিআই(এমএল) ৭টি, সিপিআই ১টি, সিপিআইএম ১টি (Bihar Assembly Election Result)।

প্রশান্ত কিশোরের দলের ফল কম

প্রথমবার ভোটে দাঁড়িয়েছিলেন প্রশান্ত কিশোর। প্রচারে তিনি বেশ সাড়া ফেলেছিলেন। কিন্তু ভোটে তার দল ততটা ফল পাচ্ছে না। জন সুরাজ পার্টি আপাতত ৩টি আসনে এগিয়ে।

দুই উপমুখ্যমন্ত্রীই এগিয়ে

তারাপুর থেকে এগিয়ে আছেন বিজেপির ও বিদায়ী উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। লখীসরায় থেকে এগোচ্ছেন আর এক বিদায়ী উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিং। বিজেপি প্রার্থী মৈথিলী ঠাকুরও এগিয়ে রয়েছেন।

মোকামা গুলিকাণ্ডের কেন্দ্রেও টানটান লড়াই

প্রচারের সময় মোকামায় গুলি চলেছিল, মারা গিয়েছিলেন জন সুরাজ দলের সমর্থক দুলারচাঁদ যাদব। সেই কেন্দ্রেই এখন এগিয়ে জেডিইউ প্রার্থী অনন্ত সিং। আরজেডির প্রার্থী বীণা দেবী অনেকটাই পিছিয়ে।

Bihar Assembly Election Result update

আরও পড়ুনঃ ‘কী হবে আমাদের?’ নেই স্পষ্ট নির্দেশ, SIR নিয়ে ধোঁয়াশায় জেলবন্দিরা!

লালুপ্রসাদের বড় ছেলে তেজপ্রতাপ যাদব নিজে নতুন দল নিয়ে মাঠে নেমেছেন। মহুয়া থেকে তিনি এগিয়ে। একই সঙ্গে মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদবও এগোচ্ছেন। গণনা চলছে, তবে সকালেই পরিষ্কার, এনডিএ অনেকটাই এগিয়ে। দিন বাড়ার সঙ্গে সঙ্গে ফল কোন দিকে ঘুরবে, সেদিকেই নজর (Bihar Assembly Election Result)।