বড় চাল নীতীশের, এবার রাজ্যপালের কাছে চাইলেন সময়! আজই করতে পারেন পদত্যাগ

বাংলা হান্ট ডেস্ক : বিহার (Bihar) তথা জাতীয় রাজনীতিতে ফের তোলপাড়। ফের একবার জোট বদলে পদ্ম শিবিরে যোগ দিতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান নীতীশ কুমার (Nitish Kumar)। গতকাল অবধি খবর মিলেছিল, শনিবার বিকেলের মধ্যেই রাজ্যপাল রাজেন্দ্র অরলেকরের সঙ্গে দেখা করে ইস্তফা দিতে পারেন তিনি। পাশাপাশি আজই বিজেপি-র সমর্থন নিয়ে সরকার গঠনের সম্ভাবনা তার।

বিহারের রাজনীতিতে আজ ‘সুপার সানডে’। নীতীশের হাবভাবে অবাক বিরোধীরাও। সকলেরই বক্তব্য, কেন এমনটা করলেন নীতীশ কুমার? আসন্ন নির্বাচনে নরেন্দ্র মোদীর বিজয়রথ থামাতে মোট ২৬টি বিরোধী দল মিলে তৈরি হয়েছিল মহাগঠবন্ধন। যে জোটের মূল কাণ্ডারী ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমার (Nitish Kumar)।

নির্বাচনের ঠিক প্রাক্কালে জোটের হাত শক্ত করার বদলে তিনি নিজেই শিবির বদল করছেন। সূত্রের খবর, আজ, রবিবারই বিহারের মহা নাটকের যবনিকা পতন হওয়ার সম্ভাবনা প্রবল। সূত্রের খবর, আজ বেলা ১২টায় রাজ্যপালের সঙ্গে দেখা করবেন নীতীশ কুমার। তার আগে একবার সাংসদদের সাথে বৈঠকে বসার কথা ছিল তার‌। সকাল ১০টা নাগাদও একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে খবর।

আরও পড়ুন: ‘বিজেপির সঙ্গে ফেরত আসব’, জল্পনা সত্যি করে পদত্যাগ নীতীশ কুমারের, টানটান উত্তেজনা বিহারে

এইসব মিটলে বেলা ১২টার দিকে রাজ্যপালের সঙ্গে দেখা করবেন জেডিইউ প্রধান। এবং সেখানেই তার পদত্যাগ পত্র জমা দেওয়ার কথা রয়েছে বলে খবর। আজকেই পদত্যাগ করলে আগামী কালের মধ্যেই বিজেপি বিধায়ক দলের বৈঠকে নীতিশ কুমারের নেতৃত্বে সরকার গড়ার সিদ্ধান্ত নেওয়া হবে বলে শোনা যাচ্ছে।

আরও পড়ুন : কমতে চলেছে বাঁকুড়া-হাওড়ার দূরত্ব, আর করতে হবেনা জার্নি ব্রেক! মসাগ্রামে কাজ শুরু করল রেল

108142 sdyktynkyh 1544850023

এদিকে নীতীশের এই সিদ্ধান্তে কার্যত দিশেহারা ইন্ডিয়া জোট। গতকাল একাধিকবার চেষ্টা করেও জেডিইউ নেতার সঙ্গে যোগাযোগ করতে পারেননি কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। আরজেডির তরফে নয়া গেম প্ল্যান সাজানো হলেও ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে বিহারের দায়িত্ব দিয়েছে কংগ্রেস। তবে কোনোভাবেই যে, নীতীশের এনডিএ-তে প্রত্যাবর্তন আটকানো যাবেনা তা বেশ স্পষ্ট।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর