মহিলাদের হাতে আর্থিক জোর, ‘এই’ রাজ্যে চালু হল নতুন ‘স্টার্ট আপ ভাতা’ প্রকল্প

Published on:

Published on:

Bihar financial empowerment in the hands of women new start up allowance scheme launched in this state

বাংলা হান্ট ডেস্ক: ভোটমুখী বিহারে (Bihar) বিরোধী শিবিরকে এবার টক্কর দিতে বড় চ্যালেঞ্জ ছুড়লেন মুখ্যমন্ত্রীর নির্দেশ কুমার। তিনি বিহারের মহিলাদের জন্য রোজগার যোজনা বা স্টার্ট আপ ভাতা শুরু করতে চলেছে। এই যোজনা সেপ্টেম্বর মাস থেকে কার্যকারী হবে। এর পাশাপাশি চলতি মাস থেকেই এই কর্মসংস্থান স্কিম চালু হবে যেখানে মহিলাদের প্রথমে ১০ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানা যাচ্ছে।

মহিলাদের উদ্যোগে উৎসাহ, বিহার সরকার চালু করল ‘স্টার্ট আপ ভাতা’ (Bihar)

মঙ্গলবার বিহারের মুখ্যমন্ত্রী একটি বৈঠকের মাধ্যমে জানিয়ে দেন, তিনি রাজ্যের নারী ক্ষমতায়নের জন্য বিহারের সমস্ত সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৫% সুরক্ষা চালু করা হবে। শুধু তাই নয় রাজ্যের যুব সম্প্রদায়ের স্বার্থে চালু করা হবে ‘বিহার যুব কমিশন’। এছাড়াও মহিলাদের স্বাবলম্বী করে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মহিলাদের উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর জন্য এই উদ্যোগ নিলেন বিহার সরকার (Bihar)।

এই ভাতার বিষয়ে জানা যায়, ব্যবসা শুরু করার ক্ষেত্রে প্রথমে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। এরপর দেওয়া হবে ২ লক্ষ টাকা। তবে এই ২ লক্ষ টাকা মিলবে ৬ মাস ব্যবসা চালানোর পর। এর পাশাপাশি নির্ভর করবে ব্যবসার অগ্রগতি ও প্রকৃতির ওপরে।

Bihar financial empowerment in the hands of women new start up allowance scheme launched in this state

আরও পড়ুন: একেবারে রেস্তরাঁর স্বাদ ঘরে আনুন,অমৃতভোগ বানিয়ে ফেলুন সহজ পদ্ধতিতে

তবে এই প্রকল্প পরিবারের যে কোন একজন মহিলা সদস্য সুযোগ পাবে বলে জানিয়ে দেওয়া হয়। এছাড়াও, এই প্রকল্প শুরু করার মূল উদ্দেশ্য হল বিহারের ২.৭ কোটি পরিবারকে মহিলাদের মাধ্যমে স্বাবলম্বী করে তুলতে এই নতুন পদক্ষেপ গ্রহণ করেছেন বিহার সরকার।

তবে মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর এক্স হ্যান্ডেলে বিহারের মুখ্যমন্ত্রী নিতেশ কুমার ( Nitish Kumar) একটি পোস্ট শেয়ার করেন। সেই পোস্টে তিনি জানান, রাজ্যের সমস্ত সরকারি চাকরির সমস্ত বিভাগের মহিলাদের জন্য ৩৫% সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্ত একটি লক্ষ্য রাজ্যের সমস্ত বিভাগের যাতে সরকারি চাকরিতে মহিলাদের প্রতিনিধিত্ব বাড়ে।