বাংলা হান্ট ডেস্কঃ বিহারে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজনৈতিক পারদ চড়েছে। প্রশাসনও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন করানোর প্রস্তুতি নিয়েছে। আর এরই মধ্যে নির্বাচনে দাঁড়ানো এক প্রার্থীর দেওয়া প্রতিশ্রুতির তালিকা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। মুজফরপুর গ্রাম পঞ্চায়েতে প্রধান পদের প্রার্থী হওয়া তুফেল আহমেদ নিজের ঘোষণাপত্রে এমন এমন ঘোষণা করেছেন। যা দেখে সবাই হতবাক।
সোশ্যাল মিডিয়ায় আহমেদের ঘোষণাপত্র ভাইরাল হচ্ছে। আহমেদ ভোটে জয়ী হওয়ার জন্য গ্রামবাসীদের বিশাল প্রতিশ্রুতি দিয়েছেন। আহমেদ নিজের ঘোষণাপত্রে লিখেছেন, ‘আমার উপর বিশ্বাস করুন, গ্রামের সবার উন্নয়ন হবে।
আহমেদ প্রধান হওয়ার পর যেই কাজগুলি করবেন বলে জানিয়েছেন, সেগুলি হল।
- প্রধান হতেই গ্রামের সবাইকে সরকারি চাকরি।
- গ্রামের সব যুবকদের অ্যাপাচে বাইক।
- মেয়েদের জন্য বিনামূল্যে বিউটি পার্লার আর সেলাই মেশিন।
- জলের বদলে দুধ সাপ্লাই দেওয়া।
- বয়স্কদের জন্য রোজ এক প্যাকেট করে বিড়ি।
- রাস্তার পাশাপাশি চাষের জমিতেও টাইলস লাগানো হবে।
सुयोग्य, शिक्षित एवं युवा
मोहम्मद तुफैल अहमद का घोषणा पत्र#बिहार #बिहार_पंचायत_चुनाव https://t.co/DxdPhSOnY5— Bharat Loksabha Election 2024 (@election_bihar) September 12, 2021
উল্লেখ্য, এটাই প্রথম না যে কোনও প্রার্থী এমন আকাশকুসুম ঘোষণা করে সবার নজর কেড়েছেন। এর আগে একুশের বিধানসভা নির্বাচনে তামিলনাড়ুর এক নির্দল প্রার্থী ভোটে জয়ী হলে সবাইকে চাঁদে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। পাশাপাশি এলাকাবাসীকে হেলিকপ্টার, দামি আইফোন এবং নানান দামি দামি উপহার দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছিলেন।