ছেলের সঙ্গে সম্পর্ক অস্বীকার করল বিকাশ দুবের মা, দেখতে চায় না ছেলের মৃতদেহ

বাংলাহান্ট ডেস্কঃ কথায় বলে কুসন্তান যদিও হয়, কুমাতা কখনই নয়, তবে গ্যাংস্টার বিকাশ দুবের (Bikash Dubey) মা একজন আদর্শ মায়ের পরিচয় দিলেন। আট পুলিশ কর্মীকে হত্যা করে ফেরার ছিল গ্যাংস্টার বিকাশ দুবে। হন্যে হয়ে পুলিশ খুঁজছিল এই অভিযুক্তকে। চারিদিকে চলছিল তল্লাশি।

এনকাউন্টারে খতম বিকাশ দুবে
আট পুলিশ কর্মীর হত্যাকারী বিকাশ দুবে দীর্ঘদিন ধরে পুলিশের সঙ্গে চোর পুলিশ খেলার পর, ধরা পড়ল পুলিশের জালে। মধ্যপ্রদেশের উজ্জয়িনী থেকে গ্রেপ্তার করা হয় গ্যাংস্টার বিকাশ দুবেকে। পাকড়াও করার ২৪ ঘণ্টার মধ্যেই পালানোর চেষ্টা করলে, তাঁকে এনকাউন্টার করা হয়। স্পেশাল টাস্ক ফোর্সের গাড়ি রাস্তায় উল্টে গেলে সেখান থেকে পালানোর চেষ্টা করে বিকাশ দুবে। পুলিশ গুলি চালালেও, সেও পাল্টা গুলি চালায়।

vikas dubey 1

বিকাশ দুবের মায়ের বক্তব্য
বিকাশ দুবের এনকাউন্টারের পর তাঁর আজ সকালে ASP দীপক কুমার গিয়েছিলেন তাঁর বাড়িতে। মৃতদেহ দেখতে এবং সৎকারে বাড়ির লোকজন উপস্থিত হবে কিনা সেবিষয়ে কথা বলতে গিয়েছিলেন তিনি। কিন্তু বিকাশ দুবের মা সরলা দুবে সরাসরি জানিয়ে দেন, তিনি কানপুরেও যাবেন এবং মৃতদেহ দেখবেনও না।

শেষ গোটা টিম
বিকাশ দুবে খতম হওয়ার কিছুক্ষণের মধ্যেই আরও এক কুখ্যাত অপরাধীকে নিকেশ করেছিল উত্তরপ্রদেশ পুলিশ। হিংস্র বাঘের মত ঝাঁপিয়ে পরে মাত্র আটদিনেই ৬ টি এনকাউন্টারে খতম বিকাশ দুবের গ্যাং। খুন, লুঠপাট, খুনের চেষ্টা, অপহরণসহ একাধিক অভিযোগের অপরাধী গোরখপুরের কুখ্যাত অপরাধী পান্না যাদবকে (Panna Yadav) এনকাউন্টার করেছিল যোগীর পুলিশ, যার মাথার দাম ধার্য করা হয়েছিল ৫০ হাজার টাকা।


Smita Hari

সম্পর্কিত খবর