আইপিএলের জন্য ক্রিকেটারদের তৈরি থাকার নির্দেশ দিল ক্রিকেট অস্ট্রেলিয়া।

আগামী সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ইংল্যান্ড সফরে যাবার কথা রয়েছে। আর সেই সফর শেষে ফিরে এসে ক্রিকেটারদের আইপিএল খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে বলা হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে। কয়েকটি বিশেষ সূত্র থেকে এমনই খবর জানা গিয়েছে। জানা গিয়েছে যে, এই বছর অক্টোবর- নভেম্বর মাসে অস্ট্রেলিয়ার মাটিতে যে বিশ্বকাপ হওয়ার কথা ছিল করোনার কারনে সেই বিশ্বকাপ হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। আর সেই সময়টা কাজে লাগিয়ে অইপিএল আয়োজন করতে মরিয়া বিসিসিআই।

করোনা ভাইরাসের কারণে প্রথমে অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত করে দেওয়া হয়েছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে। তবে এই মুহূর্তে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার ফলে আইপিএল আয়োজন করতে চাইছে বিসিসিএই কিন্তু এই বছরের শেষে অস্ট্রেলিয়ার মাটিতে যে বিশ্বকাপ হওয়ার কথা ছিল সেই ব্যাপারে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানায়নি বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। আর তাই আইপিএলের ভবিষ্যৎ কিছুটা ঝুলে রয়েছে।

12663204633a7a050e71f9762b14c1e4e3f3970e1c633511638cc49ceae260fcb00757961

আর এই পরিস্থিতিতে আইপিএল নিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের মনোভাব থেকে এটা পরিষ্কার যে এই বছর আইপিএল সম্ভবত হচ্ছেই। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের হেডকোচ জাস্টিন ল্যাঙ্গার জানিয়েছেন বিশ্ব ক্রিকেটের স্বাস্থ্যের কথা ভেবে করোনা পরিস্থিতির মধ্যেও ইংল্যান্ড সফরে যাবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আর সেই কারণেই আমরাও চাই ভারত বছরের শেষে অস্ট্রেলিয়া আসুক। তাই দুই দেশের মধ্যে গুড উইল বজায় রাখতে আইপিএলে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের ছাড়তে রাজি ক্রিকেট অস্ট্রেলিয়া।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর