বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা ভোটের মাঝে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায় নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) এক রায়ে কার্যত দু’ভাগে বিভক্ত হয়ে গিয়েছে রাজ্যবাসী। কেউ কেউ আদালতের প্যানেল বাতিলের সিদ্ধান্তকে সমর্থন করছেন, কেউ আবার এর বিপক্ষে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যেমন একাধিকবার এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন।
এবার এই নিয়েই তৃণমূল (TMC) নেত্রীর বিরুদ্ধে আদালত অবমাননাকর মন্তব্য করার অভিযোগ তুলেছেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya)। কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়েরের আবেদনও জানিয়েছেন তিনি।
বিকাশরঞ্জনের কথায়, ‘আদালত বিক্রি হয়ে গিয়েছে, মুখ্যমন্ত্রী একথা বলছেন। বিচারপতি নিজস্ব রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আছে। বিচারপতিরা নিজস্ব বিচারবুদ্ধি দিয়ে কাজ করেন। কিন্তু সম্পূর্ণ হাইকোর্ট বিক্রি হয়ে গিয়েছে, এহেন মন্তব্য কেন করা হবে? এতে আদালতের সম্মানহানি হচ্ছে। এই বিষয়ে যদি পদক্ষেপ গ্রহণ না করা হয় তাহলে সকলে আদালতকে দেখে হাসাহাসি করবে’।
আরও পড়ুনঃ ‘চ্যাংড়া ছোঁড়া’, ‘গালাগালি ছাড়া কিছুই পারে না’, দেবাংশুকে আক্রমণ প্রাক্তন বিচারপতির
আইনজীবী বিকাশরঞ্জের আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই বিষয়ে হলফনামা দিতে বলেছে। বৃহস্পতিবার দুপুর দু’টোয় এই আবেদনের শুনানি হবে বলে খবর।
উল্লেখ্য, সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের এই রায়ের ফলে এক ধাক্কায় চাকরি হারিয়েছেন প্রায় ২৬,০০০ মানুষ। এই রায় প্রসঙ্গে অসন্তোষ প্রকাশ করে বুধবার মুখ্যমন্ত্রী বলেন, ‘এরা আদালত কিনে নিয়েছে। আমি সুপ্রিম কোর্টের কথা বলছি না। সিবিআই, বিএসএফকে কিনে নিয়েছে’।
মমতার এই মন্তব্যের পর থেকে মাথাচাড়া দিয়েছে বিতর্ক। বৃহস্পতিবার এই নিয়ে হাই কোর্টের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন বিকাশরঞ্জন। এর আগে বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ ভট্টাচার্যও প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমকে চিঠি লিখেছিলেন। তিনিও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়েরের আবেদন করেছিলেন।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার