৩২ হাজার চাকরি বহাল রায় শুনে বিরক্ত আইনজীবী বিকাশ রঞ্জন, বললেন, পুরোমাত্রায় প্রশ্রয়…

Published on:

Published on:

Bikash Ranjan Bhattacharya Criticises HC Order as 32K Teachers Keep Jobs
Follow

বাংলা হান্ট ডেস্কঃ প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় বড় পরিবর্তন। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় বাতিল করে দিল। ফলে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি এখনই বাতিল হচ্ছে না। রায় বেরোনোর পর থেকেই রাজ্যে স্বস্তি আর খুশির পরিবেশ তৈরি হয়েছে।

৩২ হাজার শিক্ষকের চাকরি রইল

আগে সিঙ্গেল বেঞ্চের রায়ে ৩২ হাজার নিয়োগ বাতিল হয়েছিল । সেই রায়ই এবার খারিজ করল ডিভিশন বেঞ্চ।
ফলে যারা এতদিন দুশ্চিন্তায় ছিলেন, তারা বড় স্বস্তি পেলেন। অনেক শিক্ষকই বলছেন, “সত্যের জয় হল।” শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “আজকের ডিভিশন বেঞ্চের রায়ের জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে অভিনন্দন।”

খুশি নন বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya)

তবে এই রায়ে খুশি নন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya)। তিনি বলেন, “চাকরি আপাতত থাকল ঠিকই, কিন্তু এতে প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রশ্রয় পেল। ভবিষ্যতে এর খারাপ ফল হবে।” তিনি আরও বলেন, আদালতে যে তথ্য দেওয়া হয়েছিল, সেটাকে যদি গুরুত্ব না দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে আরও দুর্নীতি হওয়ার সুযোগ তৈরি হবে।

তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই রায়ের পর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র ভাষায় মন্তব্য করেন। তিনি বলেন, “৩২ হাজার চাকরি বাতিল করার পর যাঁরা ওনাকে ভগবান বলেছিল, আজ তারাই বলছে উনি শয়তান! উনি বিচারব্যবস্থাকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছেন।” তিনি আরও বলেন “সিপিএম-বিজেপির মিলে যেভাবে শিক্ষক নিয়োগ ইস্যুতে রাজনীতি হচ্ছে, সেটা ভাল লক্ষণ নয়।”

Bikash Ranjan Bhattacharya Criticises HC Order as 32K Teachers Keep Jobs

আরও পড়ুনঃ বাদ পড়তে পারে রাজ্যের ৩৫ OBC জনগোষ্ঠী! সংসদে বড় তথ্য জানাল কেন্দ্র

এই রায়ে আপাতত ৩২ হাজার শিক্ষক স্বস্তিতে থাকলেও, বিকাশ ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya) ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে নতুন রাজনৈতিক তাপ তৈরি হয়েছে। এই তর্জার জল এখন কতদূর গড়ায় সেটাই দেখার4