বাংলা হান্ট ডেস্কঃ জানুয়ারিতে হবে কি অপেক্ষার অবসান? লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের নজর এখন সুপ্রিম কোর্টের দিকে। ২০২৫ সালের শেষে মহার্ঘ ভাতা (Dearness Allowance) মামলার রায়দানের চূড়ান্ত সম্ভাবনা থাকলেও তা হয়নি। ২০২৬-এর জানুয়ারি কি সুখবর দেবে? এবার ডিএ মামলার ভবিষ্যৎ নিয়ে বড় কথা বলে দিলেন আইনজীবী তথা এই মামলার সঙ্গে শুরু থেকে থাকা বিকাশ রঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya)।
জানুয়ারিতে রায়দানের আশা করছেন বিকাশবাবু | Bikash Ranjan Bhattacharya
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিকাশবাবু জানিয়েছেন, মামলাকারী এবং আইনজীবীদের পক্ষ থেকে যা যা করণীয় ছিল, তা আগেই সম্পন্ন হয়েছে। সওয়াল-জবাব পর্ব শেষ। এখন রায় কবে সামনে আসবে তা সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিদের উপর নির্ভরশীল।
“বিচার ব্যবস্থার এই পর্যায়ে দাঁড়িয়ে নির্দিষ্ট কোনো দিনক্ষণ আগাম বলা অসম্ভব।” এটি সম্পূর্ণ আদালতের এখতিয়ারভুক্ত বিষয় বলেও স্পষ্ট জানিয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তবে একই সাথে বড় আশার কথা শুনিয়েছেন বিকাশবাবু। যা লক্ষ লক্ষ কর্মীদের মনে আশা জাগিয়েছে।
দীর্ঘ আইনি অভিজ্ঞতার ভিত্তিতে বিকাশবাবু জানিয়েছেন, শুনানি শেষ হওয়ার পর তিনি তাঁর মক্কেলদের আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে জানুয়ারির আগে রায়দানের সম্ভাবনা সেভাবে নেই। বিকাশ ভট্টাচার্য-এর মতে, জানুয়ারি মাসেই সুপ্রিম কোর্ট তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে।
উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর ডিএ মামলার চূড়ান্ত শুনানি সমাপ্ত হয় সুপ্রিম কোর্টে। বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি পিকে মিশ্রর বেঞ্চে শুনানি শেষ হয়েছে। তারপর প্রায় সাড়ে তিনমাস মতো সময় কেটে গিয়েছে। সাধারণত সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী, শুনানি শেষ হওয়ার তিন মাসের মধ্যে রায়দান হয়ে যাওয়ার কথা। এক্ষেত্রে তা না হওয়ায় অনেকের মনে প্রশ্ন উঠছে। এই বিষয়ে বিকাশবাবু নিজের একটি মামলার উদাহরণ দিয়ে বলেন, যেখানে সওয়াল-জবাব শেষ হওয়ার পর রায় পেতে প্রায় ১৮ মাস অপেক্ষা করতে হয়েছিল রায়দানের জন্য।

আরও পড়ুন: SSC একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগ সংক্রান্ত আপডেট! গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন
আবার প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত অন্য একটি মামলায় সংশ্লিষ্ট বিচারপতি তাঁর অবসরের ঠিক আগের দিন রায় ঘোষণা করেছিলেন বলে জানান বিকাশবাবু। উল্লেখ্য, বর্তমানে সুপ্রিম কোর্টে শীতকালীন ছুটি চলছে। আগামী ৫ জানুয়ারি, ২০২৬ সুপ্রিম কোর্ট খুলবে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে যখন সুপ্রিম কোর্ট খুলবে সেই সপ্তাহে রায় আসতে পারে বলে আশা করছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ও। সবমিলিয়ে জানুয়ারি মাসটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে সরকারি কর্মীদের জন্য।












