Ekchokho.com 🇮🇳

হাইকোর্টের রায়ের পরই SSC ইস্যুতে বিস্ফোরক বিকাশরঞ্জন ভট্টাচার্য! বললেন, রাজ্য…

Published on:

Published on:

Bikasranjan Bhattacharya

বাংলা হান্ট ডেস্কঃ স্কুল সার্ভিস কমিশনকে (এসএসসি) ধাক্কা দিয়ে হাইকোর্ট জানিয়েছে সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে SSC- র নয়া নিয়োগ (SSC Recruitment Case) প্রক্রিয়ায় কোনোভাবেই অংশ নিতে পারবেন না টেন্টেড বা দাগী বলে চিহ্নিতরা মূলত অযোগ্যরা। সোমবার এই বিষয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। আদালতের এই নির্দেশ সামনে আসতেই এবার আসরে নামলেন চাকরিপ্রার্থীদের অন্যতম দুই আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikasranjan Bhattacharya) এবং ফিরদৌস শামিম (Firdous Shamim)।

কী প্রতিক্রিয়া বিকাশের? Bikasranjan Bhattacharya

চাকরিপ্রার্থীদের অভিযোগ, রাজ্য অযোগ্যদের আড়াল করার চেষ্টা চালাচ্ছে। প্রসঙ্গত, এসএসসি নয়া নিয়োগের ক্ষেত্রে আদালতের সাফ পর্যবেক্ষণ, সুপ্রিম রায়ে দাগীরা স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-র নয়া নিয়োগে অংশ নিতে পারবেন না। আদালত জানিয়েছে, নয়া নিয়োগ প্রক্রিয়ায় নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা অংশ নিতে পারবেন না।

আদালতের নির্দেশ, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নিয়ে যাতে গোটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের কেউ ইতিমধ্যে আবেদন করলে তাও বাতিল করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই নির্দেশের পরিপ্রেক্ষিতে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, “রাজ্য সুপ্রিম কোর্টের নির্দেশ অগ্রাহ্য করার চেষ্টা করেছিল, তাই আদালতে যাওয়া হয়েছিল। তবে হাইকোর্টও স্পষ্ট করে দিয়েছে যে দাগি অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবে না।”

রাজ্যকে তোপ ফিরদৌসের

এদিকে আইনজীবী ফিরদৌস শামিম বলেন, “অযোগ্যদের সঙ্গে সরকার যে রয়েছে সেটা পরিষ্কার। সরকার এবারেও পরীক্ষার নামে পিছনের দরজা দিয়ে তাদের চাকরি পাইয়ে চেষ্টা করেছিল। আদালত সেটা বুঝতে পেরেই দাগি অযোগ্যদের আবেদন বাতিলের নির্দেশ দিয়েছে।”

calcutta high court

আরও পড়ুন: রাত হলেই কলেজে বসত রঙিন আসর! কসবা কান্ডের পর এবার কাঠগড়ায় রাজাবাজার সাইন্স কলেজ

সোমবার হাইকোর্ট জানিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই গোটা নিয়োগপ্রক্রিয়া শেষ করতে হবে। গত ৩০ মে কমিশন যে বিজ্ঞপ্তি দিয়েছিল সেই মতোই নিয়োগপ্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়া যাবে। তবে আদালত এও স্পষ্ট করেছে, “দাগি অযোগ্যদের কোনও ভাবেই ফের সুযোগ নয়।”