দুই বাইক আরোহীর মৃত্যু মন্তেশ্বরে

নিজস্ব সংবাদদাতা : পূর্ব বর্ধমানঃ ৩ আগস্ট– এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শুক্রবার রাত্রি সাড়ে দশটা নাগাদ মৃত্যু হয় দুই বাইক আরোহীর | ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর কলেজের সামনে মেমারী- মালডাঙ্গা সড়কে |

শনিবার কালনা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত হয় | মৃত আলোক মল্লিক (১৮) এবং আরাফত মল্লিকের (২০) বাড়ি মন্তেশ্বর থানার আটাশপুর গ্রামে | পেশায় দুই নির্মাণকর্মী শুক্রবার বাইক নিয়ে কালনা সংশোধনাগারে থাকা কয়েকজন প্রতিবেশীর সাথে দেখা করতে যায় | সেখান থেকে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে বাড়ি ফেরার পথে রাত্রি সাড়ে দশটার সময় মন্তেশ্বর কলেজের সামনে দুর্ঘটনার মধ্যে পড়ে | অপর দিক থেকে দুরন্ত গতিতে আসা একটি মারুতি ভ্যানের সাথে তাদের বাইকের সামনাসামনি সংঘর্ষ হয় |

মারুতি ভ্যানটির মারাত্মকভাবে ক্ষতি হলেও এর যাত্রীরা অক্ষত অবস্থায় আছেন | কিন্তু দুই বাইক আরোহীকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে মন্তেশ্বর ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয় |

Screenshot 2019 0804 101014 ডাক্তারবাবুরা দেখার পর দুইজনকেই মৃত বলে ঘোষণা করেন | পুলিশ ঘাতক মারুতি ভ্যানটি আটক করলেও তার চালককের নাগাল পায়নি বলে জানা গেছে |

Udayan Biswas

সম্পর্কিত খবর