বিহারের সাহায্যের জন্য এগিয়ে এলেন বিল গেটস, দিলেন ১৫ হাজার টেস্ট কীট

উইপ্রো এবং তাদের ফাউন্ডেশন (আজিম প্রেমজি ফাউন্ডেশন) কোরোনার এই সঙ্কটে ১১২৬ কোটি টাকা সাহায্য করার ঘোষণা করেছে । এর আগে রতন টাটা এবং মুকেশ আম্বানি। আর এবার সাহায্য করতে এগিয়ে এলেন বিল গেটস। বিল গেটসের একটি সংস্থা বিল অ্যান্ড মিলিন্ডা গেটস ফাউন্ডেশন বিহারকে প্রায় ১৫, ০০০ করোনার পরীক্ষার কিট দান করেছে। আর এর মধ্যেই সরকার নিশ্চিত করেছে যে তারা এই কিটগুলি পেয়েছে।

সিঙ্গাপুর থেকে পাঠানো হয়েছিল এইসব কিট। যা বুধবার মুম্বাই এবং লখনউ হয়ে বিহার সরকারের কাছে গিয়েছিল।এর আগে ইসরোর প্রতিজন কর্মী, বিজ্ঞানী, গবেষক তাঁদের একদিন বেতন দান করবেন প্রধানমন্ত্রীর করোনা তহবিলে।

corona 1 1

গত শনিবার মোদী করোন ভাইরাস মহামারী মোকাবেলায় জরুরি অবস্থা পরিস্থিতি তহবিলের (প্রধানমন্ত্রী-কারেস) প্রধানমন্ত্রীর নাগরিক সহায়তা এবং ত্রাণ স্থাপনের ঘোষণা করেছিলেন।তাছাড়াও ভারতের মানুষদের পাশে সাহায্যের হাত বারিয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী এবং ভারতীয় বিমান বাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রকের কর্মীরা।জানা গেছে কম দামে ভেন্টিলেটর, টেস্ট-কিট, স্বাস্থ্যকর্মীদের জন্য সংক্রমণ ঠেকানোর বিশেষ পোশাক, পিপিই সরবরাহ করবে দেশের চার বড় আইআইটি।বিহারে এই মুহূর্তে

সিওয়ানের ১০, মুঙ্গেরের ৭, পাটনার ৫, গয়ের ৫, গোপালগঞ্জের ৩, বেগুসরাইয়ের ৩, নালন্দার ২, সরণের ১, লখিসারাইয়ের ১, ভাগলপুরের ১ ও নওদার ১জন কোরোনায় আক্রান্ত হওয়ার ঘটনা এসেছে। এর আগে রতন টাটা, মুকেশ আম্বানি, অক্ষয় কুমার, আরো অনেক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ঘোষণা করেছিলেন যে তিনি তহবিলে এক মাসের বেতন দান করবেন বলে জানান।

সম্পর্কিত খবর