গরীব দেশে নিজের খরচে করোনা ভ্যাক্সিন পৌঁছে দিতে চান বিল গেটস

বাংলাহান্ট ডেস্কঃ করোনার (corona virus) লড়াইয়ে গোটা পৃথিবীর অর্থনৈতিক ভাবে অনুন্নত দেশগুলিতে নিজের খরচে ভ্যাকসিন (vaccine) পৌঁছে দিতে চান বিল গেটস (bill gates)। এই সব ভ্যাক্সিন তৈরি করতেও তিনি বিপুল অর্থসাহায্য করবেন বলে জানান। ইতিমধ্যেই তিনি করোনা ভাইরাস মোকাবিলায় বিপুল টাকার সাহায্য করেছেন।

করোনা ভ্যাকসিন তৈরী করার জন্য বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন ইতিমধ্যেই পেনসালিভানিয়ার বায়োটেক ফার্ম ইনোভিও ফার্মাসিউটিক্যালসের ভ্যাকসিন গবেষণায় সাহায্য করেছেন। পাশাপাশি বিশের বিভিন্ন দেশে নিজের খরচে ভ্যাক্সিন পৌঁছে দেবার পরিকল্পনাও তৈরি গেটসের।

billgates

 

বিল গেটস জানিয়েছেন, এশিয়া ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ করবে তারা। যাতে করোনা ভ্যাক্সিন আবিষ্কার হলে খুব দ্রুত কয়েক শত কোটি ভ্যাক্সিন পৌঁছে দেওয়া যায়। তিনি আরো বলেন, করোনার বিরুদ্ধে আমাদের সবাইকে এক সাথে লড়াই করতে হবে। সব দেশকে মিলিত ভাবে এই লড়াই করার জন্য আহ্বান করেন তিনি।

পৃথিবীর ধনীদের তালিকায় প্রথম সারিতে থাকা বিল গেটস বরাবরই সারা বিশ্বের সমস্যা সমাধানে নিজের অবদান রাখেন। এর আগে বিশ্ব উষ্ণায়ন কমানোর জন্য উদ্যোগী হয়েছিলেন বিল গেটস। গেটসের অর্থেই পৃথিবীতে এসে পড়া অতিরিক্ত সূর্য রশ্মিকে, বিশেষ প্রযুক্তির সাহায্যে আবার মহাকাশেই ফিরিয়ে দিয়ে, আমাদের পৃথিবীকে বিশ্ব উষ্ণায়নের গ্রাস থেকে রক্ষা করার জন্য বিজ্ঞানীর শুরু করেছিলেন গবেষণা । হাভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এই প্রজেক্ট টির নাম দিয়েছেন Stratospheric Controlled Perturbation Experiment বা SCoPEx. এই প্রোজেক্টে বিরাট অর্থরাশি দিয়েছেন তিনি।

সম্পর্কিত খবর