বাংলাহান্ট ডেস্কঃ কেন্দ্র সরকারের প্রস্তাবিত কৃষি বিল (Agriculture Bill) নিয়ে কৃষকদের বিক্ষোভ ক্রমশই বৃহৎ আকার ধারণ করছে। সম্প্রতি দিল্লীতে হাজার হাজার কৃষক এই আন্দোলনে সামিল হয়েছিলেন। রাজধানীর রাস্তায় অবরোধ করে কৃষকরা তাদের প্রতিবাদে অনড় রয়েছে। এমনকি কৃষকদের বুরারি ময়দানে এসে সরকার পক্ষের সঙ্গে আলোচনার আহ্বানও করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এদিকে আবার এক সংবাদ সংস্থার পক্ষ থেকে প্রকাশিত বেশ কয়েকটি ভিডিওকে নিয়ে তোলপাড় চলছে স্যোশাল মিডিয়ায়। ভিডিওগুলোতে দেখা যায়, এই কৃষক আন্দোলনের নামে কিভাবে ভিড় বাড়ানো হয়েছে। এই আন্দলনে এমন অনেক মানুষ এসেছেন, যাদের এই কৃষি বিল সম্বন্ধে কোন ধারণাই নেই। তারা শুধুমাত্র ভিড় বাড়াতেই এসেছেন।
Protesting without any clue?
"What are you protesting against?"
"We're here to protest against the three black laws!"
"Which laws?"
"That I do not know!"
"Then what about the laws?"
"I came here for employment, let farmers & laborers see to it.."#FarmersProtests #FarmBills2020 pic.twitter.com/VaJSW7ZAt0— Know The Nation (@knowthenation) November 28, 2020
সাংবাদিক আন্দোলন মধ্যস্থ এক ব্যক্তিকে এই আন্দলনের বিষয়ে জিজ্ঞেস করলে ব্যক্তিটি বলেন, এই আন্দোলনের প্রতিবাদের বিষয়ে তাঁর কোন ধারণাই নেই। তিনি শুধুমাত্র নিজের কর্মসংস্থানের জন্য এখানে এসেছেন।
"Ambani-Adani snatched my lands. They privatized crop rates, so we're protesting!"
"But govt is saying MSP will continue"
"Yes that's true!""Then why're you protesting?"
"That does not matter"He is carrying 2-3 months ration with him.#FarmBills2020 #FarmersProtestHijacked pic.twitter.com/oMJXNHznX4
— Know The Nation (@knowthenation) November 29, 2020
কেন্দ্র সরকারের প্রতিবাদকারী অপর একজন জানান, ‘প্রধানমন্ত্রী আমার ফসল বেসরকারীকরণ করতে চাইছেন, তাই আমি প্রতিবাদ দেখাতে এসেছি। সঙ্গে করে গ্রাম থেকে ২-৩ মাসের রেশনও নিয়ে এসেছি। প্রয়োজনে কাজে লাগানো যাবে’।
"Why're you here?"
"I am here to support my fellow farmer brothers""Why are they protesting?"
"Let's see what happens..""But what are they protesting against?"
"I do not exactly know why they are protesting, I am here to support them.."#FarmBills2020 #FarmersProtestHijacked pic.twitter.com/z8ZKCU8UNm— Know The Nation (@knowthenation) November 29, 2020
এমনকি এই আন্দোলনে এমন অনেক মানুষ উপস্থিত রয়েছেন, যারা আন্দোলনে আসল কারণটাই জানেন না। অর্থাৎ, কি কারণে এই কৃষক আন্দোলন হচ্ছে, তাদের সে বিষয়ে কিছুই জানা নেই। তারা শুধুমাত্র কৃষকদের সমর্থন করতে এসেছেন।
"Whatever Modi Ji is doing is not good! Zamindars work very hard, what will they get?"
"And farm bills?"
"The bill is alright, but Modi Ji is not good!"Many people like him came to protests to meet their relatives who came from Punjab.#FarmBills2020 #FarmersProtestHijacked pic.twitter.com/2RQgtn9su4
— Know The Nation (@knowthenation) November 29, 2020
আন্দোলনে সামিল আরও এক ব্যক্তিকে এই প্রতিবাদের কারণ এবং বিলের বিষয়ে জানতে চাইলে, তিনি জানান- ‘মোদী জি একদমই ঠিক কাজ করেননি। এতে অনেকেরই অনেক ক্ষতি হয়েছে। তবে বিল ঠিকই আছে, কিন্তু মোদী জি ঠিক নেই’।
This Kisan Ekta Sangh student's wing leader reveals that he's supporting the protest as it'll help throw out the govt in power!
When asked to name the farm bills that were passed, he failed to do so & started deflecting the topic instead.#FarmBills2020 #FarmersProtestHijacked pic.twitter.com/0Z7bkLbHsg
— Know The Nation (@knowthenation) November 29, 2020
এরই মধ্যে সাংবাদিক যখন কিসান একতা সংঘের ছাত্র সংগঠনের এক নেতাকে এবিষয়ে জিজ্ঞেস করেন, তখন তিনি বলেন- ‘আমরা শুধুমাত্র সরকারকে তাঁর ক্ষমতা থেকে সরাতে এখানে আন্দোলনে সামিল হয়েছি’। কিন্তু তাঁকে যখনই কৃষি বলের বিষয়ে জানতে চাওয়া হয়, তখন তিনি শ্লোগান শ্লোগান দিতে দিতে অন্যদিকে চলে যান।
"MSP jo laaaya gaya hai, MSP jo hata rahe hai, laga rahe hai, jo bhi hai vo sab galat hai!" says this Aam Aadmi Party leader.
She discloses that she is here to support Arvind Kejriwal & that the protest will last for 1-6 months.#FarmBills2020 #FarmersProtestHijacked pic.twitter.com/554cRAIEPg
— Know The Nation (@knowthenation) November 29, 2020
আন্দোলনে সামিল হয়েছিলেন বেশ কয়েকজন আম আদমি পার্টির নেতৃবৃন্দও। তাদের মধ্যে থেকে সাক্ষী গুপ্ত নামে এক নেতা বলেন, ‘আমরা কৃষি বিলের প্রতিবাদের মধ্যে দিয়ে অরবিন্দ কেজরিওয়ালকে সমর্থন করতে এখানে এসেছি’।
Another Aam Aadmi Party leader with no clue about what's wrong with the new farm laws.#FarmBills2020 #FarmersProtestHijacked pic.twitter.com/d52Qd8v427
— Know The Nation (@knowthenation) November 29, 2020
অপর একজন আম আদমি পার্টির নেতার আইন সম্পর্কে কোন জ্ঞান না থাকলেও, তারা শুধুমাত্র এই আইনের বিরোধিতা করে কৃষকদের সমর্থন করতে এখানে এসেছে।