১ লক্ষ কোটি! সম্পদ বৃদ্ধির দৌড়ে মুকেশ আম্বানিকেও পিছনে ফেললেন আদানি, গড়লেন নয়া রেকর্ড?

Published on:

Published on:

Billionaires in India

বাংলাহান্ট ডেস্ক- ভারতের ধনকুবেরদের (Billionaires in India) তালিকায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিল হুরুন গ্লোবাল রিচ লিস্ট ২০২৫(Hurun Global Rich List 2025) । যদিও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) চেয়ারম্যান মুকেশ আম্বানি (Mukesh Ambani) এখনও দেশের সবচেয়ে ধনী ব্যক্তি, তবে গত এক বছরে তাঁর সম্পদ উল্লেখযোগ্যভাবে কমেছে। অন্যদিকে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি (Gautam Adani) সম্পদ বৃদ্ধির দিক থেকে দেশের শীর্ষস্থানীয় ব্যক্তি হিসেবে উঠে এসেছেন।

ভারতীয় ধনকুবের আদানির সম্পদ বৃদ্ধি (Billionaires in India)

রিপোর্ট অনুযায়ী, গত এক বছরে গৌতম আদানির মোট সম্পদ বেড়েছে ১৩ শতাংশ, অর্থাৎ প্রায় ১ লক্ষ কোটি টাকা। এই বৃদ্ধির ফলে তাঁর বর্তমান সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৮.৪ লক্ষ কোটি টাকা। যদিও সামগ্রিক সম্পদের দিক থেকে তিনি এখনও দ্বিতীয় স্থানে রয়েছেন, তবে সম্পদ বৃদ্ধির দিক থেকে তিনি মুকেশ আম্বানিকে পিছনে ফেলেছেন।

আম্বানির সম্পদের পতন

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানির সম্পদ গত এক বছরে প্রায় ১ লক্ষ কোটি টাকা হ্রাস পেয়েছে, যা ১৩ শতাংশ পতন। বর্তমানে তাঁর সম্পদের পরিমাণ ৮.৬ লক্ষ কোটি টাকা। এই পতনের ফলে তিনি বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকা থেকে ছিটকে গিয়ে বর্তমানে ১৭তম স্থানে রয়েছেন।

Billionaires In India

আরও পড়ুন:- আমেরিকা, রাশিয়া, চিনের পর এবার নাম জুড়বে ভারতেরও, মহাকাশে স্পেস স্টেশন স্থাপন করবে ভারতও

অন্যান্য ধনকুবেরদের অবস্থান

এইচসিএল চেয়ারপারসন রোশনি নাদারের সম্পদ বেড়ে হয়েছে ৩.৫ লক্ষ কোটি টাকা। সান ফার্মার প্রতিষ্ঠাতা দিলীপ সাংভির সম্পদ ২১ শতাংশ বৃদ্ধি পেয়ে ২.৫ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। উইপ্রোর আজিম প্রেমজির সম্পদ ২.২ লক্ষ কোটি টাকা। কুমার মঙ্গলম বিড়লা ও সাইরাস পুনাওয়ালার সম্পদ দুজনেরই ২ লক্ষ কোটি টাকা। এছাড়া নীরজ বাজাজের সম্পদ ১.৬ লক্ষ কোটি, রবি জয়পুরিয়া এবং রাধাকিষণ দামানির সম্পদ ১.৪ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে।

বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক বাজারের অনিশ্চয়তা, জ্বালানি খাতে পরিবর্তন এবং প্রযুক্তি বিনিয়োগের ওঠানামা আম্বানির সম্পদে প্রভাব ফেলেছে। অন্যদিকে আদানি গ্রুপ নবায়নযোগ্য শক্তি, বন্দর, এবং অবকাঠামো খাতে নতুন প্রকল্পের কারণে বড়সড় বিনিয়োগ আকর্ষণ করেছে, যা তাঁর সম্পদ বৃদ্ধির অন্যতম কারণ।