বাংলা হান্ট ডেস্ক: বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবেরদের তালিকায় (Billionaires List) থাকা ধনী ব্যক্তিদের মোট সম্পদে এবার ব্যাপক পতন ঘটেছে। ইলন মাস্ক থেকে শুরু করে বিল গেটসের পাশাপাশি মুকেশ আম্বানি এবং গৌতম আদানির মতো ধনকুবেরদের মোট সম্পদেও পতন পরিলক্ষিত হয়েছে। তবে, অ্যামাজনের জেফ বেজোস সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন। জানা গিয়েছে যে, তাঁর সম্পদ এক ধাক্কায় ১.২৭ লক্ষ কোটি টাকা কমে গিয়েছে।
বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবেরদের (Billionaires List) সম্পদে বিপুল পতন:
মাস্ক থেকে বেজোস, ক্ষতির সম্মুখীন ধনকুবেররা: ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে জানা গিয়েছে যে, মোট সম্পদের এই পতন শুধুমাত্র বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ নেই। বরং, বিশ্বের শ্রেষ্ঠ ২০ ধনুকুবেরদের (Billionaires List) মোট সম্পদেও ঘটেছে পতন। টেসলা এবং স্পেসএক্সের মতো কোম্পানির মালিক ইলন মাস্কের সম্পদ ৬.৫৭ বিলিয়ন ডলার কমে গিয়েছে। তাঁর মোট সম্পদের পরিমাণ বর্তমানে ২৩৫ বিলিয়ন ডলার।
পরিসংখ্যান অনুযায়ী, ইলন মাস্ক বিশ্বের শ্রেষ্ঠ ধনী ব্যক্তিদের তালিকায় (Billionaires List) রয়েছেন প্রথম স্থানে। অন্যদিকে, অ্যামাজনের মালিক জেফ বেজোসের মোট সম্পদ ১৫.২ বিলিয়ন ডলার কমে ১৯১ বিলিয়ন ডলার হয়েছে। এদিকে, ফরাসি ধনকুবের বার্নার্ড আর্নল্টের সম্পদ ১.২১ বিলিয়ন ডলার কমে ১৮২ বিলিয়ন ডলার হয়েছে।
আরও পড়ুন: অলিম্পিকে নীরজ চোপড়া সোনা জিতলেই মিলবে ফ্রি ভিসা! হয়ে গেল বিরাট ঘোষণা
শীর্ষ ১০-এ থাকা এই ধনী ব্যক্তিরাও ক্ষতির মুখে পড়েছেন: আমরা যদি বিশ্বের শ্রেষ্ঠ ১০ ধনী ব্যক্তির (Billionaires List) মোট সম্পদের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে, ফেসবুকের মার্ক জুকেরবার্গের ২.৩৯ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে এবং তাঁর সম্পদ ১৭৪ বিলিয়ন ডলারে নেমে এসেছে। পাশাপাশি, বিল গেটসের মোট সম্পদ ১.৯৫ বিলিয়ন ডলার কমে ১৫৫ বিলিয়ন ডলার হয়েছে। ল্যারি পেজের সম্পদ ৩.৪৫ বিলিয়ন ডলার হ্রাস পেয়ে মোট সম্পদ পৌঁছেছে ১৫০ বিলিয়ন ডলারে। এদিকে, ল্যারি এলিসনের সম্পদ ৪.৩৭ বিলিয়ন ডলার কমে ১৪৮ বিলিয়ন ডলার হয়েছে। স্টিভ বলমারের মোট সম্পদ কমেছে ২.৮৩ বিলিয়ন ডলার। বর্তমানে তাঁর সম্পদের পরিমাণ হল ১৪২ বিলিয়ন ডলার। এছাড়াও, সের্গেই ব্রিনের মোট সম্পদ ৩.২৪ বিলিয়ন ডলার কমেছে ও ওয়ারেন বাফেটের সম্পদ ১.৩১ বিলিয়ন ডলার কমেছে। এই পতনের পর, উভয় বিলিয়নেয়ারের মোট সম্পদ যথাক্রমে ১৪১ বিলিয়ন ডলার এবং ১৩৫ বিলিয়ন ডলারে নেমে এসেছে।
আরও পড়ুন: অনেকের সারাজীবনের উপার্জনের চেয়েও বেশি! মুকেশ-নীতার ফোনের দাম জানলে আঁতকে উঠবেন
মুকেশ আম্বানি-গৌতম আদানির সম্পদ কতটা কমেছে: জানিয়ে রাখি যে, বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবেরদের তালিকায় (Billionaires List) ১১ নম্বর স্থানে রয়েছেন মুকেশ আম্বানি। তাঁর মোট সম্পদে ১.২০ বিলিয়ন ডলারের পতন ঘটেছে। বর্তমানে তাঁর মোট সম্পদের পরিমাণ হল ১১৩ বিলিয়ন ডলার। এদিকে, ধনীদের তালিকায় ১২ নম্বর স্থানে রয়েছেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। তাঁর মোট সম্পদ ১.৩৪ বিলিয়ন ডলার হ্রাস পেয়েছে। এখন, তাঁর মোট সম্পদের পরিমাণ ১১০ বিলিয়ন ডলারে নেমে এসেছে।