‘বিচারপতির রায় মানতেই হবে এমন তো নয়’ ২১ জুলাইয়ের আগে বিতর্কের ঝড় তুললেন বিমান

Published on:

Published on:

Biman Banerjee slams High Court order

বাংলা হান্ট ডেস্কঃ ২১ জুলাইয়ের আগে তৃণমূলের শহিদ দিবস কর্মসূচিকে কেন্দ্র করে এবার কলকাতা হাইকোর্টের নির্দেশ ঘিরে নতুন বিতর্ক। আদালতের তরফে বলা হয়েছে, ধর্মতলার সভার দিন মিছিল বের করতে হবে সকাল ৮টার  আগে। হাইকোর্টের যুক্তি, যাতে সকাল ৯টা থেকে ১১টার মধ্যে শহরে যানজট না তৈরি হয়। সেই শর্ত নিয়েই ক্ষোভ প্রকাশ করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)।

শুক্রবার ‘ধর্মতলা চলো’ কর্মসূচিতে অংশ নিতে গিয়ে বারুইপুরে সাংবাদিকদের মুখোমুখি হন বিমান (Biman Banerjee)। তাঁর বক্তব্য, “কোনও বিচারপতি যদি অবাস্তব নির্দেশ দেন, তা কনফর্ম করা কারও দায়িত্ব নয়।” তাঁর দাবি, হাইকোর্ট কী বলেছে তা তিনি জানেন না। তবে অবাস্তব নির্দেশ দেওয়া হলে তা মানা সম্ভব নয়।

কোর্টের শর্ত নিয়ে প্রশ্ন তুললো তৃণমূল (Trinamool Congress)

বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ থেকে যে নির্দেশ এসেছে তাতে স্পষ্ট বলা হয়েছে, সব মিছিল সকাল ৮টার মধ্যে শেষ করতে হবে। তারপর দুপুর ১১টা পর্যন্ত মিছিল চলবে না। এমনকি মধ্য কলকাতায় যাতে যানজট না হয়, তার দায়িত্ব পুলিশের। এই শর্ত নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল, বিশেষ করে নেতৃত্বের মতে এটা বাস্তবসম্মত নয়।

ডিভিশন বেঞ্চে যাচ্ছে তৃণমূল (Trinamool Congress)

এই শর্তের বিরুদ্ধে এবার ডিভিশন বেঞ্চে যাচ্ছে তৃণমূল (Trinamool Congress) নেতৃত্ব। বিমান (Biman Banerjee) বলেন, “আমাদের আইনজীবীরা আদালতের সঙ্গে কথা বলছেন। প্রয়োজনে উপরের বেঞ্চে মামলা গড়াবে।” তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে আবারও রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে, আদালতের নির্দেশ কি তাহলে দলের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে?

Biman Banerjee slams High Court order

আরও পড়ুনঃ নতুন স্ট্র্যাটেজি? ২১-এর আগে দিঘায় তৃণমূল কর্মীরা, কি হচ্ছে সেখানে?

একদিকে তৃণমূলের (Trinamool Congress) ‘ধর্মতলা চলো’ কর্মসূচি, তার মধ্যেই আদালতের এই নির্দেশ যেন রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিল। শহিদ দিবস শুধুই আবেগ নয়, তা এখন প্রশাসনিক ও আইনি কৌশলের লড়াইয়ে ঢুকে পড়েছে।