‘৬৫ বছরের মানুষকে কি করে মেয়ে বলা যায়?’, মমতাকে কটাক্ষ বিমানের

বাংলাহান্ট ডেস্কঃ ‘বাংলা নিজের মেয়েকেই চায়’- তৃণমূলের (tmc) এই শ্লোগানের এবার টিপ্পুনি কাটলেন বর্ষীয়ান সিপিএম নেতা বিমান বসু (biman basu)। সেইসঙ্গে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জীকেও (mamata bannerjee)। তাঁর কথায় – ‘একজন ৬৫ বছরের মানুষকে মেয়ে বলা যায় কি করে?’

বাংলায় রাজনৈতিক উত্তজনা তুঙ্গে। আগামীকাল, অর্থাৎ শনিবার বাংলায় প্রথম দফা নির্বাচন হতে চলেছে। বাংলা দখলের লড়াইয়ে কোন দল এগিয়ে থাকবে, তার অনেকখানি নির্ভর করছে আগামীকালের ভোটদানের উপর। চলছে জোরকদমে প্রচার কাজও। রাজনীতির ময়দানে কেউ কাউকে একচুলও জমি ছাড়তে নারাজ।

Biman Basu 637x350 1

ভোট প্রচারে গিয়ে শুক্রবার জলপাইগুড়ির রায়গঞ্জ থেকে তৃণমূল এবং তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জীকে কটাক্ষ করলেন সিপিএম নেতা বিমান বসু। তিনি বলেন, ‘মমতা ব্যানার্জী বলছেন খেলা হবে খেলা হবে। শট মেরে গোল করবেন। কিন্তু ওনার পায়ে তো প্লাস্টার। উনি দাঁড়াবেন কিভাবে?’

এরপর তৃণমূলের নতুন শ্লোগানকে ইস্যু করে টিপ্পুনি কাটলেন বিমান বসু। তিনি বলেন, ‘আচ্ছা, একজন ৬৫ বছরের মানুষকে মেয়ে বলা যায় কি করে? আমার বয়স তো ৮১ বছর। আমাকে কি ছেলে বলা যায়? আমি তো বুড়ো হয়ে গেছি। দেখুন ছোটবেলায় কাউকে শিশু বলা হয়, তারপর সে হয় বালক কিংবা বালিকা। এরপর সে কিশোর বা কিশোরী এবং আর একটু বড় হলে তাঁকে ছেলে বা মেয়ে বলা যায়। এরপর বয়স বাড়লে সম্পর্কের ভিত্তিতে বাবা, মা, মাসি, পিসি, জ্যেঠু বলা হয়। তাহলে উনি কি করে মেয়ে হলেন?’

তৃণমূলের শ্লোগানেই তৃণমূলকে বিঁধে তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নন্দীগ্রামে মীনাক্ষী মুখোপাধ্যায় (সংযুক্ত মোর্চার প্রার্থী) দাঁড়িয়েছে। ওঁকে বাংলার মেয়ে বলা যায়’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর