করনের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে বিপাশা মালদ্বীপের ছবি ভাইরাল নেট দুনিয়ায়

Published On:

দীর্ঘ আট বছরের লিভ-ইন সম্পর্কে ছিলেন  অভিনেতা জন আব্রাহামের সঙ্গে,ভাবছেন তিনি কে ? বলিঊডের লাস্যময়ি অভিনেত্রী বিপাশা বসু। সিনেমা জগত থেকে বিদায় না নিলেও বেশ কয়েক বছর ধরে তাকে ছবিতে দেখা যাচ্ছে না। কিন্তু এককালে দাপিয়ে ছবি করে গেছেন বিপাশা। পাশাপাশি একাধিক সম্পর্কেও জড়িয়েছেন তিনি। কিন্তু অভিনেতা জন আব্রাহামের সাথে তাদের বিয়ের কথাও প্রায় ঠিক হয়েও আচমকাই  ভেঙে যায় সম্পর্ক। তার কারনও আজ অব্দি অজানা। নয়াদিল্লিতে বাঙালি হিন্দু পরিবারে জন্ম বিপাশার।

চিকিৎসাশাস্ত্রে পড়াশোনার জন্য পরিকল্পনা গ্রহণ করলেও মডেলিং এবং অভিনয়ের জগতে প্রবেশ করেন তিনি । এরপর তার পা পড়ে অভিনয় জগতে। ২০০১ সালের আজনবি ছবির হাত ধরে তার প্রথম অভিনয় জগতে আসা, এরপর একের পর এক ছবি নিয়ে তার জনপ্রিয়তা বাড়তে থাকে । রাজ, আনখে, ওমকারা, নেহলে পে দেহলা, কর্পোরেট এবন আরও অনেক ছবিতে অভিনয় করেন তিনি। আর বাংলা ছবি সব চরিত্র কাল্পনিক ছবিতেও তিনি অভিনয় করে।

 করনের সঙ্গে জুটি বেঁধে ‘অ্যালোন’ ছবিতে অভিনয় করেন যেটি বক্সঅফিসে সাড়া ফেলেনি। কিন্এতু এরপরেই জীবনের মোড় ঘুরে যায় বিপাশার। এই ছবির পরেই তারা একে অপরের কাছাকাছি এসে পড়েন  কিন্তু এরপরে আবার তার যদিও স্টার হিসেবে কামব্যাক করা হয় না। সিনেমার পরে তারা বিয়ে করার সিদ্ধান্ত নেন। বিয়ের পর থেকেই তারা জমিয়ে সংসার করছে। কিন্তু বড় পর্দায় এখন দুজনকেই দেখা যায় না প্রায়।

কিন্তু তারা বেজায় খুশি । ইতিমধ্যে তাদের দেখা গেছে একসঙ্গে  ছুটি কাটাতে । তারা দুজন এখন দিব্বি ছুটি কাটাছহে মালদ্বীপে । সম্প্রতি তারা একটি ছবিও দিয়েছেন । আর সেই  ছবিতে স্যুইমিং পুলের মধ্যে ঘনিষ্ঠ অবস্থায় করনকে জড়িয়ে ধরে রয়েছেন বিপাশা আর মুখে অদ্ভুত ভঙ্গিমা রেয়েছেন দুজনেই। তাই বলা যেতেই পারে তারা বেশ সুখেই আছেন।

সম্পর্কিত খবর

X