ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে নির্বাচিত হলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত

বাংলা হান্ট ডেস্ক : বছরের শেষে দিনেই তাঁর কার্যকালের মেয়াদ শেষ হবে। তা আগে থেকেই সকলে জেনে গিয়েছেন। এমনকি কে নতুন সেনাপ্রধান হবে তাও স্থির হয়ে গিয়েছে, আর এরই মধ্যে এল আরও এক নতুন খবর। বছরের শেষে চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে নির্বাচিত হলেন বিপিন রাওয়াত। ভারতের সেনা প্রধানের দায়িত্ব শেষ হওয়ার পরেই তিনি এই নতুন দায়িত্ব গ্রহণ করবেন। তিনিই প্রথম যিনি ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে নির্বাচিত হলেন। যদিও প্রধানমন্ত্রী মোদী অনেক আগেই তিন বাহিনীর প্রধানের দায়িত্ব তাঁকে দিয়েছিলেন। তাই এখন থেকে নতুন বছরের শুরু হলেই বিপিন রাওয়াত দেশবাসীর সুরক্ষা, সন্ত্রাসদমনের দেখভালের দায়িত্ব নেবেন।

আসলে মোদীর দুই দশকের আবেদনের পর গৃহীত হয়েছে ও অনুমোদন পেয়েছে চিফ অফ ডিফেন্স স্টাফ পদটি। ভারত যেহেতু আনবিক শক্তিধর দেশ তাই এই পদের অধিকারী বলেই ঘোষনা হয়েছে। কার্গিল যুদ্ধের পর সুব্রহ্মনম কমিটি প্রথম সিডিএস পদ তৈরির প্রস্তাব দিয়েছিল যদিও তা গৃহীত হয়নি ও কার্যকর হয়নি। কিন্তু দুই দশক পরে তার কার্যকর হচ্ছে। আসলে বিশ্বের অন্যান্য শ্কতিধর দেশের সিডিএস বহাল আছে। ব্রিটিশ সেনার তিন বাহিনীর সমস্ত অভিযান ও কৌশলগত দিকটি ন্যস্ত থাকে সিডিএস-এর ওপরে। অবশেষে সেই তালিকায় যুক্ত হয়েছে ভারত।Bipin Rawat News18 380

কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন, চীফ অফ ডিফেন্স স্টাফ তিনটি সেনার প্রধান হবেন আর তিনি চার স্টার সম্পন্ন জেনারেল হবেন। দেশের প্রথম CDS এর জন্য বর্তমান স্থল সেনা জেনারেল বিপিন রাওয়াতের নাম সবার উপরে আছে। CDS সরাসরি প্রধানমন্ত্রী কার্যালয়ে রিপোর্ট পেশ করবেন আর সুরক্ষা মামলায় ক্যাবিনেট কমিটিতে সেনাকে নিয়ে পরামর্শ দেবেন।

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, উচ্চ সুরক্ষা ব্যাবস্থার দিক থেকে এটা একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। আপনাদের জানিয়ে রাখি, ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের পর তৎকালীন ডেপুটি মুখ্যমন্ত্রী লাল কৃষ্ণ আদবানির নেতৃত্বে গঠিত গ্রুপ অফ মিনিস্টার  চীফ অফ ডিফেন্সের পদের জন্য সুপারিশ করেছিল। তিন সেনার মধ্যে সামাঞ্জস্য বজায় রাখার জন্য এই সুপারিশ করা হয়েছিল। স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পদ বানানোর জন্য ঘোষণা করেছিলেন।

 

সম্পর্কিত খবর