বাংলাহান্ট ডেস্ক: এক সময়ে খলনায়কের চরিত্রে ঝড় তুলতেন পর্দায়, আর এখন নিজের মন্তব্য দিয়ে বোমা ফাটান অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায় (Biplab Chatterjee)। টলিউডের জনপ্রিয় খলনায়ক তিনি। পর্দায় দুষ্টুমি অনেকদিন হল ত্যাগ করেছেন। কিন্তু এখনো অনেকের কাছেই ভিলেন হয়েই রয়ে গিয়েছেন তিনি।কারণ তাঁর বিষ্ফোরক সব মন্তব্য।
কখনো তিনি বলেন জনপ্রিয় চিত্রনাট্যকারকে গুলি মারবেন, আবার কখনো বলেন টাকা খাইয়ে টিআরপি বাড়ায় সিরিয়ালগুলি। এবার ফের এক বিষ্ফোরক মন্তব্য করেছেন বর্ষীয়ান অভিনেতা। তাঁর মতে, সমাজটা দিন দিন রসাতলে যাচ্ছেন। সমাজ, সংষ্কৃতি, রাজনীতি সবকিছুরই অবক্ষয় হচ্ছে।
সংবাদ মাধ্যমকে বিপ্লব বলেন, মাঝে মাঝে মনে হয় তাঁরও বেঁচে থেকে আর লাভ নেই। কারণ বেঁচে থাকা মানেই সমাজের ধ্বংস হওয়াটা চোখের সামনে বসে বসে দেখা। আর অন্যায় তিনি সহ্য করতে পারেন না। অথচ প্রতিবাদ করলেই বিতর্ক।
এই বয়সেও অভিনয় চালিয়ে যাচ্ছেন বিপ্লব। পাশাপাশি চলছে পরিচালনার কাজও। চিত্রনাট্য লিখে চ্যানেলেও পাঠিয়েছিলেন তিনি। কিন্তু তাঁকে জানানো হয়, শিক্ষামূলক সিরিয়াল চলবে না। তার পরিবর্তে চলছে এমন সব সিরিয়াল যেখানে মা নিজেই মেয়েকে বিয়ে ভাঙার পরামর্শ দিচ্ছেন। এসব দেখেই বীতশ্রদ্ধ প্রবীণ অভিনেতা।
জন্মদিন নিয়েই কটাক্ষ শানাতে ছাড়েননি অন্য অভিনেতা অভিনেত্রীদের। বিপ্লব চট্টোপিধ্যখয় সাফ জানান, অন্যদের মতো দেখনদারি স্বভাব তাঁর নেই। চ্যানেল ডেকে জন্মদিন পালন তিনি কোনোদিনই করেননি আর করবেনও না।
কারোর নাম না নিয়েই অভিনেতা বলেন, এখন অনেকে আলপনা আঁকা দেখাতেও মিডিয়া ডেকে আনে। কিন্তু তাঁর ছোটবেলায় জন্মদিন পালন হত একেবারে অন্য রকম ভাবে। বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনদের ডাকা হলেও মোচ্ছব হয়নি কোনোদিন, লোকদেখানো উদযাপনও হয়নি। ঘরোয়া ভাবে পালন করা হত জন্মদিন। এমনকি টলিউড ইন্ডাস্ট্রিও কোনোদিন আলাদা করে তাঁর জন্মদিন উদযাপন করেনি।