বাংলাহান্ট ডেস্কঃ ত্রিপুরায় (tripura) লাগাতার বেড়েই চলেছে তৃণমূলের দৌরাত্ম। মাটি শক্ত করে ২৩-শে বিপ্লব দেব (biplab deb) সরকারকে ধাক্কা দেওয়ার জন্য, সবরকম প্রস্তুতি নিচ্ছে মমতা বাহিনী। একবিন্দু জমিও ছাড়তে নারাজ তাঁরা। ত্রিপুরাবাসী যাতে সবুজের জোয়ারে গা ভাসাতে না পারে, সেই জন্য এবার মাঠে নামলেন খোদ মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।
ত্রিপুরার মানুষকে বিজেপি মুখী রাখতে নয়া প্রচেষ্টা বিপ্লব দেবের। বাংলার ‘দিদিকে বলো’ (Didike Bolo) ধাঁচে শুরু করলেন এক নতুন কর্মসূচী ‘মুখ্যমন্ত্রীর হেল্পলাইন’। ৬ ই সেপ্টেম্বর অর্থাৎ সোমবার থেকে চালু হবে এই মুখ্যমন্ত্রীর হেল্পলাইন’। আর এর মাধ্যমে কথা বলা যাবে সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গেই।
রাজ্যের যে কোন প্রান্তের মানুষ নিজেদের অভাব- অভিযোগ একদম সরাসরি জানাতে পারবেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে। পাশাপাশি সরকারের কোথায় আরও বেশি করে নজর দেওয়া প্রয়োজন, কোন খাতে বেশি দুর্নীতি হচ্ছে, উন্নয়ন এখনও কোথায় থমকে রয়েছে, এমনকি সরকারের কিসে খামতি রয়েছে সবই জানাতে পারবেন মুখ্যমন্ত্রীকে।
একুশের বিধানসভা জয়ের পর ত্রিপুরার দিকে পাখির চোখ করেছে তৃণমূল শিবির। সেই লক্ষ্যে সেখানে গিয়ে পসার জমাচ্ছেন একের পর এক বঙ্গ তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা। এমনকি সেখানে হোটেলে থাকার সমস্যার জন্য এবার আগরতলায় বিপ্লব দেবের নাকের ডগায় তৃণমূল ভবন তৈরির পরিকল্পনা করেছে সবুজ শিবির।
তবে নিজের গড়ে একচুলও মাটি ছাড়তে নারাজ মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তাই এবার লড়াইয়ের ময়দানে তাঁর নতুন অস্ত্র ‘মুখ্যমন্ত্রীর হেল্পলাইন’। রাজনীতিবিদদের মতে, নির্বাচনের পূর্বে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের এক নয়া কৌশল বলেই মনে করছেন।