গীতার বানীতে লেখা আছে যা হয়েছে ভালই হয়েছে, মহারাষ্ট্রের ক্ষেত্রেও তাই: বিপ্লব দেব

বাংলা হান্ট ডেস্ক : মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে টানা এক মাসের টানাপড়েনের পর নতুন নাটক শুরু হয়েছে দেবেন্দ্র ফড়নবিশ মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের পর। হঠাত্ পাওয়ার পরিবারের অন্যতম সদস্য এবং এনসিপির দাপুটে নেতা অজিত পাওয়ার বিজেপির দলে ফিরলেন, যা নিয়ে মহারাষ্ট্র এখন নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে আর এরই মধ্যে মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।biplab 1280x720

শনিবার কালিয়াগঞ্জের উপনির্বাচনের প্রচারে এসে মহারাষ্ট্রে সরকার নির্বাচনের ক্ষেত্রে গীতার বাণী উল্লেখ করলেন, গীতাতে লেখা আছে যা হয়েছে ভালোই হয়েছে তাই মহারাষ্ট্রের ক্ষেত্রেও যা হয়েছে ভালই হয়েছে এমনটাই মন্তব্য করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। যদিও এখানেই তিনি থেমে থাকেননি।

উল্লেখ শনিবার কালিয়াগঞ্জে প্রচার মিছিলে অংশ নেওয়ার জন্য শুক্রবার উত্তর দিনাজপুরে এসে পৌঁছেছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী যদিও সেই কর্মসূচির অনুমতি পাওয়া অতটা সহজ ছিল না। তবে অনুমতি পাওয়া নিয়ে রাজ্য বিজেপির সঙ্গে ত্রিপুরার মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিলেন।

যেহেতু তিনি কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী কমল সরকারের মেয়ের বিয়েতে নিমন্ত্রণ রক্ষা করতে এসেছিলেন ঠিক সেই সময়ই তাঁকে প্রচার অনুষ্ঠানে অংশ নিতে হয়েছিল তাই মধ্যাহ্নভোজ সেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে,বিয়ে বাড়িতে এসেছিলাম কিন্তু এখানকার জনতার বাঁধভাঙা উচ্ছ্বাস মায়াভরা চোখের আবেদন দেখে ঠিক রাখতে পারেনি তাই মিছিলে অংশগ্রহণ করলাম! বলেন বিপ্লব দেব।

উল্লেখ্য বিজেপির প্রচার অনুমতি না পাওয়ায় জেলা বিজেপি নেতৃত্বের তরফে উত্তর দিনাজপুরের বেশ কিছু জায়গায় পথ অবরোধ করা হয়েছিল। এরপর বিপ্লব দেব উপস্থিত হতেই সেই পথ অবরোধ তুলে নেওয়া হয়।

সম্পর্কিত খবর