বাংলা হান্ট ডেস্ক: ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন উত্তরবঙ্গ। একনাগাড়ে বৃষ্টির জেরে সামগ্রিক পরিস্থিতি হয়ে উঠেছে অত্যন্ত শোচনীয়। গত শনিবার থেকে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশে তুমুল বৃষ্টি পরিলক্ষিত হয়েছে। মূলত, দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টির আধিক্য সবথেকে বেশি ছিল। এদিকে, এই দুর্যোগে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন প্রায় ১৭ জন। এমতাবস্থায়, সম্প্রতি রাজ্য বিজেপির বড় দায়িত্ব পাওয়া বিপ্লব দেব (Biplab Kumar Deb) সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর হয়েছেন।
কী জানিয়েছেন বিপ্লব দেব (Biplab Kumar Deb)?
অন্যদিকে, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, রেড রোডে শুরু হয়েছে দুর্গাপুজোর কার্নিভাল। যেখানে উপস্থিত থাকতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বৃষ্টি মাথায় করেই সেখানে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করে একের পর এক ক্লাব। চলতি বছরে ১১৩ টি পুজো কমিটির প্রতিমা কার্নিভালে অংশগ্রহণ করেছে বলেও জানা গিয়েছে। তবে, প্রতিবছর এই কার্নিভালের দিকে সবার বিশেষ নজর থাকলেও চলতি বছরে প্রাকৃতিক বিপর্যয় এবং উত্তরবঙ্গের (North Bengal Rain) ভয়াবহ অবস্থা রয়েছে খবরের শিরোনামে।
আরও পড়ুন: ফের “অপমানিত” পাকিস্তান! এবার বিশ্বকাপে পাক অধিনায়কের সঙ্গে হাত মেলালেন না হরমনপ্রীত
ইতিমধ্যেই এই প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি, দুর্গতদের যাবতীয় সাহায্য পৌঁছে দেওয়ার বিষয়টিও উপস্থাপিত করেছেন তিনি। এদিকে, চব্বিশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বিজেপির বড় দায়িত্ব পেয়েছেন বিপ্লব দেব। মূলত, বিজেপির নির্বাচনের রণকৌশল তৈরির ক্ষেত্রে বড় ভূমিকা পালন করছেন তিনি। এই আবহে উত্তরবঙ্গে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পরিস্থিতিতে তৎপর হয়েছেন বিপ্লব (Biplab Kumar Deb)।
আরও পড়ুন: বারংবার একই ঘটনা! ইংল্যান্ডের পর অস্ট্রেলিয়া সফরেও টিম ইন্ডিয়ায় সুযোগ পেলেন না এই তারকা প্লেয়ার
সামগ্রিক বিষয়টির পরিপ্রেক্ষিতে বিপ্লব দেব (Biplab Kumar Deb) “X” মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, “ভারী বৃষ্টিপাত, ভূমিধ্বস এবং সেতু ধসে প্রাণহানির (North Bengal Rain) ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। আমি সিকিমের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি এবং পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শ্রী শমিক সিনহার সঙ্গে উদ্ধারকাজ এবং ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সবরকম সহায়তার বিষয়ে আলোচনা করছি।”
তিনি (Biplab Kumar Deb) আরও জানান, “মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং কেন্দ্রীয় সরকারও সামগ্রিক পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখছে। স্বজনহারানো শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি আমি আমার আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।” এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী রবিবার বিকেল থেকে সোমবার সকাল পর্যন্ত দার্জিলিঙে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় জারি করা হয়েছে হলুদ সর্তকতাও। এই আবহে, সামগ্রিক পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে রাখা যায় সেই চেষ্টাই চালানো হচ্ছে।