পুরভোটের আগেই গোল খেল ত্রিপুরা সরকার, সুপ্রিম কোর্টের রায়ে অস্বস্তিতে বিপ্লব দেব

বাংলাহান্ট ডেস্কঃ পুরভোটের আগেই এক গোল খেয়ে গেল বিপ্লব দেব (biplab deb) সরকার। সুপ্রিম কোর্টের রায়ে পড়ল প্রবল অস্বস্তিতে। বাঁধা দেওয়া যাবে না কোন রাজনৈতিক দলের শান্তিপূর্ণ প্রচারে- সুপ্রিম কোর্ট এমন রায় দিতেই কিছুটা অস্বস্তিতে পড়ল ত্রিপুরার (tripura) বিজেপি সরকার।

আগামী ২৫ শে নভেম্বর ত্রিপুরায় রয়েছে পুরভোট। আর ত্রিপুরায় নিজেদের মাটি শক্ত করতে, এই পুরভোটে অংশ নিচ্ছে তৃণমূল শিবির। ঘোষণা করেছে প্রার্থী দেবার কথাও। জোর কদমে প্রস্তুতি চালাচ্ছে ভোট পূর্বের প্রচার কার্যের। কিন্তু ত্রিপুরায় নিজেদের প্রচার যাতে সুষ্ঠ ভাবে করতে পারে, সেই কারণে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল তৃণমূল।

   

312198 supremecourt

তৃণমূলের করা আবেদনে সাড়া দিয়ে এক রায় দেয় সুপ্রিম কোর্ট। কোন রাজনৈতিক দলের শান্তিপূর্ণ প্রচারের ক্ষেত্রে বাঁধা দেওয়া যাবে না- এমনটা রায় দেয় সুপ্রিম কোর্ট। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আরও নির্দেশ দেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করার জন্য ত্রিপুরার ডিজিপি এবং স্বরাষ্ট্র সচিবকে হলফনামা জমা দিতে হবে।

সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানান তৃণমূল নেত্রী সুস্মিতা দেব। ২ সপ্তাহ পর ফের এই মামলার শুনানি করা হবে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর