ফের বোমার আওয়াজে কেঁপে উঠলো বাংলার মাটি। নৈহাটির পর এবার বীরভূম। এবার আর কেউ অজ্ঞাত পরিচয় না। এবার অভিযুক্ত সোজাসুজি তৃণমূল নেতা। বোমা বাঁধতে গিয়ে ঘটল বিপত্তি। তৃণমূল নেতা বাপি শেখ সহ আহত চার। সবাইকে বর্ধমানের একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করানো হয়েছে।
বোমা বাঁধতে গিয়ে হাত ছিন্নভিন্ন তৃণমূল নেতার!

সম্পর্কিত খবর