নিজস্ব প্রতিনিধি,বোলপুর,বীরভূমঃ বন্যার জলে ঘর,বাড়ি,পশু,এমনকি মানুষও ভেসে আসতে এতদিন শুনেছেন বা দেখেছেন। কিন্তু বন্যার জলে কোনদিন বোমা ভেসে আসতে শুনেছেন? শোনেননি তো? তবে ঠিক এমনই এক ঘটনা ঘটতে দেখা গেলো বীরভূমের লাভপুর থানার অন্তর্গত গুনুটিয়া গ্রামের কাছে দ্বারকা নদীর জলে। দ্বারকা নদীর জলে ভেসে আসা দুই ড্রাম ভর্তি বোমা উদ্ধার করলো লাভপুর থানার পুলিশ। ওই ড্রাম দুটিতে প্রায় ৮০ টি বোমা ছিল। বলে জানা গেছে। যা ঘিরে ওই এলাকায় রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে,সোমবার দুপুরে লাভপুরের গুনুটিয়া গ্রামের কাছে দ্বারকা নদীর জলে মুখ বন্ধ দুটি প্ল্যাস্টিকের ড্রাম ভেসে আসতে দেখে স্থানীয় বাসিন্দারা। তারপর সেই ড্রাম দেখে তাদের সন্দেহ হলে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে ড্রাম গুলি উদ্ধার করে। এবং খুলে দেখে প্রায় ৮০ টি মত তাজা বোমা রয়েছে ওই দুটি ড্রামে। পরে সেখানে বোলপুর থেকে সিআইডি বম্ব স্কয়াডের প্রতিনিধিরা গিয়ে বোমাগুলি ফাটিয়ে নিষ্ক্রিয় করে।
কিন্তু এই বোমাগুলি কোথা থেকে এলো সেই নিয়ে তদন্ত চলছে।যদিও এই ঘটনায় একটি স্বতঃপ্রণোদিতভাবে পুলিশ মামলা রুজু করেছে।